দেশ থেকে প্রায় মুছে যাচ্ছে বামেরা? দেখুন কী অবস্থা!

কলকাতা : স্বাধীনতার পর কোনও লোকসভা ভোটেই বামেদের এমন সঙ্গিন দশা হয়নি। এই প্রথম পশ্চিমবঙ্গে বামেদের আসন শূন্যে পৌঁছলো।অবিভক্ত সিপিআই আমলে বা সিপিএমের জন্মের পর কখনওই এমন হয়নি। সারা দেশেও বামেদের আসন কোনও লোকসভা ভোটে দু’অঙ্কের নীচে যায়নি। এ বার প্রথম তা হল।নির্বাচন কমিশনের প্রাথমিক হিসেব বলছে, বিজেপির ভোট এ বার বেড়ে হয়েছে ৩৮.৫%। আর

দেশ থেকে প্রায় মুছে যাচ্ছে বামেরা? দেখুন কী অবস্থা!

কলকাতা : স্বাধীনতার পর কোনও লোকসভা ভোটেই বামেদের এমন সঙ্গিন দশা হয়নি। এই প্রথম পশ্চিমবঙ্গে বামেদের আসন শূন্যে পৌঁছলো।অবিভক্ত সিপিআই আমলে বা সিপিএমের জন্মের পর কখনওই এমন হয়নি। সারা দেশেও বামেদের আসন কোনও লোকসভা ভোটে দু’অঙ্কের নীচে যায়নি। এ বার প্রথম তা হল।নির্বাচন কমিশনের প্রাথমিক হিসেব বলছে, বিজেপির ভোট এ বার বেড়ে হয়েছে ৩৮.৫%। আর বামেদের ভোট নেমে এসেছে প্রায় ৬%-এ। তিন বছর আগের লোকসভা ভোটে বামফ্রন্ট পেয়েছিল প্রায় ২৬% ভোট। বিজেপির ভোট তখন ছিল ১০.১৬%।

অনেকেই মনে করছেন, বামেদের যে ২০% ভোট ক্ষয় হয়েছে, তার পুরোটাই যোগ হয়েছে বিজেপির লাভের খাতায়।গোটা দেশ যখন নরেন্দ্র মোদীর প্রত্যাবর্তনের পক্ষে রায় দিচ্ছে, মালাবার উপকূলই একমাত্র সম্পূর্ণ উল্টো দিকে গিয়ে বিজেপি-বিরোধী অবস্থান নিয়েছে।আশার বাতি জ্বলে ছিল শুধু কেরলে।কিন্তু কেরলে মোদী-বিরোধী হাওয়ার কোনও ফায়দা বামেদের পালে আসেনি। গত বারের জেতা আটটি আসনের জায়গায় এ বার সেখানে শাসক বাম এগিয়ে মাত্র একটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − nine =