কলকাতা: রাজ্যের আদালতগুলিতে চলতে থাকা কর্মবিরতি আন্দোলন আপাতত উঠে গিয়েছে৷ কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী রায়কে সম্মান দেখিয়েই শুক্রবার কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত রাজ্যে আইনজীবীদের শীর্ষ সংগঠন বার কাউন্সিল৷ তবে, কর্মবিরতি তুলে নেওয়া হলেও শুক্রবার থেকেই হাইকোর্ট সহ রাজ্যের দেওয়ানি আদালতগুলিতে গরমের ছুটি শুরু হয়ে গিয়েছে৷ ফলে, কর্মবিরতি উঠে গেলেও আগামী ১০ জুনের আগে আদালতের দরজা খুলছে না৷
হাওড়া আদালতে যে সাত পুলিশকর্তা হামলা চালানোর অভিযোগে অভিযুক্ত, তাঁদের হাওড়ায় কোনও কাজ না দিয়ে বসিয়ে রাখতে বলেছে হাইকোর্ট। অন্যদিকে, প্রাক্তন বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্তর নেতৃত্বাধীন এক সদস্যের কমিটি ওই হামলা সম্পর্কিত নথিপত্র খতিয়ে দেখে যে সুপারিশ করবে, তা ২৬ আগস্ট খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
রাজ্যের শীর্ষ আদালতের এই রায়ের পরিপ্রেক্ষিতে এদিন কাউন্সিল বৈঠকে বসে। বিকেল তিনটের সময় বৈঠক হওয়ার কথা থাকলেও বেলা ১২ টা নাগাদ কাউন্সিল সদস্যদের বৈঠকে আসতে বলা হয়। বিচারপতি সেনগুপ্ত কমিটির রিপোর্ট এবং তার ভিত্তিতে ২৬ আগস্ট বেঞ্চের নির্দেশ আগামী ২ সেপ্টেম্বর পর্যালোচনা করে কাউন্সিল পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে স্থির হয়। সেই সূত্রে কর্মবিরতি আন্দেলন ২ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়।