মাত্র ৪ দিনের কয়লা বাকি! বিরাট বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন হতে পারে দেশ

মাত্র ৪ দিনের কয়লা বাকি! বিরাট বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন হতে পারে দেশ

নয়াদিল্লি: সামনেই উৎসবের মরসুম কিন্তু তার আগে বড়োসড়ো ধাক্কা খেতে পারে দেশ। কয়লা ঘাটতিতে ভুগছে ভারতের অধিকাংশ বিদ্যুৎ কেন্দ্র এবং জানা যাচ্ছে যে আর মাত্র চার দিনের কয়লা মজুত রয়েছে। তাই স্বাভাবিকভাবেই আশঙ্কা, আগামী কয়েকদিনের বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি হতে পারে এবং তার জন্যই গোটা দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। এমন কথাই কার্যত স্বীকার করে নিয়েছেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী।

জানা গিয়েছে, আপাতত মাত্র চার দিনের কয়লা মজুত রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হতে কমপক্ষে পাঁচ মাস সময় লেগে যেতে পারে! অর্থাৎ আগামী কয়েক সপ্তাহের মধ্যে যে চরম বিদ্যুৎ বিপর্যয় ঘটতে পারে তা বলাই বাহুল্য। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লার মধ্যে ৭৬ শতাংশ ঘাটতি রয়েছে। উত্তোলিত কয়লার ৭০ শতাংশ খরচ হয় বিদ্যুৎ উৎপাদনে। তাই এই তথ্য স্পষ্ট করে দিচ্ছে যে কতটা পরিমাণ সমস্যার সম্মুখীন হতে পারে দেশ। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, লাগাতার কয়েক সপ্তাহ বৃষ্টি এবং ধসের কারণে দেশের পূর্ব প্রান্তের কয়লা খনি থেকে কয়লা উত্তোলনে সমস্যা হয়েছে। সেই কারণেই এত বড় বিপত্তি। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার মত কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার এবং মনে করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে কিছুটা হলেও পরিস্থিতি অনুকূল হয়ে যাবে। কিন্তু সম্পূর্ণভাবে পরিস্থিতির বদল ঘটতে কমপক্ষে পাঁচ মাস সময় লাগবে।

কয়েকদিন পরেই দুর্গাপুজো শুরু হয়ে যাবে। গত বছর থেকে চলতি বছরের কয়েক মাস পর্যন্ত সমস্ত প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে বিদ্যুতের ঘাটতি কতটা হতে পারে সেটা বোঝা সম্ভব হয়নি। কিন্তু এখন এই উৎসব মরসুমে তা স্পষ্ট হয়ে যাবে। তাই বিদ্যুৎ উৎপাদন যদি ব্যাহত হয় তাহলে আগামী দিনগুলোতে কতটা প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের জীবনে তা এখন থেকেই পরিষ্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + two =