নয়াদিল্লি: লোকসভা ভোটে রাজ্যে বিজেপির অভূতপূর্ব সাফল্যের কাণ্ডারি দিলীপ ঘোষ৷ লোকসভায় সাফল্য আসার পর তাঁর ঘাড়ে আরও বড় টার্গেট চাপাতে চলেছে গেরুয়া শিবির৷ ২০২১-এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন না দিলীপ৷ মূলত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সুপারিশ মেনে মেদিনীপুরের এই সাংসদকে আপাতত দলের কাজের জন্য রেখে দেওয়া হচ্ছে৷
সূত্রের দাবি, ২০২১ বিধানসভা ভোটকে মাথায় রেখে রাজ্যে গেরুয়া আধিপত্য বিস্তারে সংগঠনের কাজে লাগানো হবে দিলীপ ঘোষকে৷ আর সেই কারণে মন্ত্রিত্ব দেওয়া হবে না দিলীপকে৷ কারণ, একদিকে মন্ত্রীত্ব, অন্যদিকে সংগঠন চালানো কঠিন হয়ে দাঁড়াতে পারে৷ ফলে, আপাতত তাঁকে দল বাড়াতে আরও বেশি নজর দিতে বলা হচ্ছে৷
২০১৫ সালে রাজ্য বিজেপির সভাপতি পদে বসেছিলেন দিলীপ ঘোষ। দলের সংগঠন অনুসারে তিন বছরের মেয়াদে সভাপতি সর্বোচ্চ দু’দফার এই পদে থাকতে পারেন৷ গত বছর শেষের দিকে রাজ্য সভাপতি হিসেবে প্রথম দফার মেয়াদ শেষ করেন খড়গপুরের এই বিজেপি বিধায়ক। তবে ২০১৯ লোকসভার জন্য গোটা দেশেই বিজেপির সাংগঠনিক নির্বাচন বন্ধ করে দেন অমিত শাহ। চলতি বছর ফের সেই প্রক্রিয়া শুরু হলেও ২০২১ পর্যন্ত সভাপতির পদে থাকার ক্ষেত্রে দিলীপবাবুর কোনও সমস্যা হবে না৷ দলের এক নেতার দাবি, বিজেপি ‘এক ব্যক্তি এক পদ’ নীতিতে চলে৷ সেক্ষেত্রে দিলীপ ঘোষ কেন্দ্রীয়মন্ত্রী হলে রাজ্য সভাপতির পদ ছাড়তে হতো তাঁকে৷