তৃণমূল প্রার্থীর ‘অহংকারের পতন’! এলাকায় ছড়াল পোস্টার

কলকাতা: পুরুলিয়া শহরের বিভিন্ন দোকানের সামনে তৃণমূলের পরাজিত প্রার্থীর ছবি সেঁটে লেখা রয়েছে অহংকারের পতন হল। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য৷ ২০১৪ সালে পুরলিয়া থেকে দেড় লক্ষের বেশি ভোটে জিতেছিলেন মৃগাঙ্ক মাহাতো। তাঁকেই এবারও প্রার্থী করে তৃণমূল৷ কিন্তু পেশায় চিকিৎসক মৃগাঙ্কবাবু এবার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিংহ মাহাতোর কাছে দু’লক্ষেরও বেশি ভোটে পরাজিত হয়েছেন৷ কিন্তু, হঠাৎ কেন

99adc872f417b541d2bca470555b9089

তৃণমূল প্রার্থীর ‘অহংকারের পতন’! এলাকায় ছড়াল পোস্টার

কলকাতা: পুরুলিয়া শহরের বিভিন্ন দোকানের সামনে তৃণমূলের পরাজিত প্রার্থীর ছবি সেঁটে লেখা রয়েছে অহংকারের পতন হল। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য৷

২০১৪ সালে পুরলিয়া থেকে দেড় লক্ষের বেশি ভোটে জিতেছিলেন মৃগাঙ্ক মাহাতো। তাঁকেই এবারও প্রার্থী করে তৃণমূল৷ কিন্তু পেশায় চিকিৎসক মৃগাঙ্কবাবু এবার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিংহ মাহাতোর কাছে দু’লক্ষেরও বেশি ভোটে পরাজিত হয়েছেন৷

কিন্তু, হঠাৎ কেন এই পোস্টার? বড় ব্যবধানে হারের পরে দলীয় প্রার্থীর বিরুদ্ধে এমন পোস্টার ফের অস্বস্তি বাড়িয়েছে শাসক শিবিরে৷ পুরুলিয়া শহরের কান পাতলেই শোনা যাচ্ছে বিদায়ী সাংসদের কৃতিত্ব৷ অনেকেই বলছেন, এলাকায় তিনি নাকি খুব বেশি সময় দিতে পারেননি৷ স্থানীয়দের সঙ্গেও খারাপ ব্যবহার করতেন৷ অনেকেই বলছেন,  সাংসদকে নিয়ে স্থানীয়দের মধ্যে জমে থাকা ক্ষোক্ষের জেরেই এই পোস্টার পড়েছে এলাকায়৷ তবে, এই পোস্টার স্থানীয়রা দিয়েছেন, নাকি বিজেপি করেছে, তা নিয়েই এখন জোর জল্পনা শুরু হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *