বেঙ্গালুরু: বেফাঁস মন্তব্যে ফাঁপড়ে মন্ত্রীমশাই৷ আধুনিক মেয়েদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী ডঃ কে সুধাকর৷ তিনি বলেন, “আধুনিক ভারতীয় মেয়েরা বিয়ে করতে চান না। বিয়ে করলেও তাঁরা সন্তান ধারণ করতে চান না, সারোগেসির মাধ্যমেই তাঁরা মা হতে চান৷” স্বাস্থ্যমন্ত্রীর এই মন্তব্যে রাজ্যজুড়ে শোরগোল পড়েছে৷
আরও পড়ুন- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণ, খুনের হুমকি, গ্রেফতার মাদ্রাসা শিক্ষক
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ন্যাশনাল ইন্সটিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোলজিক্যাল সায়েন্সে (NIMHANS) –এ গিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডঃ কে সুধাকর৷ সেখানে বক্তব্য রাখার আবেদন জানানো হয় তাঁকে৷ সেই সময়েই বেফাঁস বক্তব্য করে বসেন তিনি৷ বলেন, “ অত্যন্ত দুঃখের সঙ্গেই আমাকে বলতে হচ্ছে যে, আজকাল বহু আধুনিক ভারতীয় নারীই সিঙ্গেল থাকতে চান৷ তাঁরা বিয়ে করতে চান না। যদিও বা বিয়ে করেন, তাহলে সন্তান ধারণ করতে চান না। তারা চান সারোগেসির সাহায্যে মা ডাক শুনতে৷ সমাজে এই যে পরিবর্তন হচ্ছে, তা সঠিক নয়।”
এখানেই থেমে থাকেননি স্বাস্থ্যমন্ত্রী৷ তিনি আরও বলেন, ‘‘ভারতীয় সমাজে পাশ্চাত্য সভ্যতার প্রভাব খুব বেশি ভাবে পড়েছে৷ সন্তানরা তাঁদের বাবা-মাকে নিজেদের সঙ্গে রাখতে চাইছেন না৷ মেয়েরা অবিবাবিত থাকতে চাইছেন৷ দুঃখের বিষয় হল যে, আমাদের সমাজ পাশ্চাত্য সভ্যতার পথে এগিয়ে চলেছে। আমরা আমাদের মা-বাবাকেই আমাদের সঙ্গে রাখতে চাইছি না৷ দাদু-দিদাকে রাখা তো অনেক দূরের কথা।”
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের প্রতি ৭ জনের মধ্যে একজন ব্যক্তি মানসিক সমস্যার শিকার। তা অতি সামান্যও হতে পারে, আবার গুরুতরও হতে পারে। তবে তাঁর কথায়, নিজের মানসিক সমস্যা ও উদ্বেগকে নিয়ন্ত্রণ রাখাটাও শিল্প।