রাজ্য প্রশাসনে বড় বদল, স্বরাষ্ট্রসচিবের পদে মমতা ঘনিষ্ঠ আমলা!

কলকাতা: ফের রাজ্য প্রশাসনের বড়সড় রদবদল৷ নির্বাচনী বিধিনিষেধ উঠে যেতেই রবিবার রাতেই রাজীব কুমার সহ একঝাঁক প্রশাসনিক শীর্ষ কর্তাকে পুরানো পদে ফিরিয়ে আনার বিজ্ঞপ্তি জারি করে নবান্ন৷ এবার সোমবার আরও একদফায় প্রশাসনের শীর্ষপদে বদল ঘটালেন মুখ্যমন্ত্রী৷ জানা গিয়েছে, রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়৷ স্বরাষ্ট্রসচিব পদে ফেরানো হন না অত্রি ভট্টাচার্যকে৷ রাজ্যের নির্বাচন কমিশনার হচ্ছেন

f8b9dbd081f58a373510f0bb4bbc5164

রাজ্য প্রশাসনে বড় বদল, স্বরাষ্ট্রসচিবের পদে মমতা ঘনিষ্ঠ আমলা!

কলকাতা: ফের রাজ্য প্রশাসনের বড়সড় রদবদল৷ নির্বাচনী বিধিনিষেধ উঠে যেতেই রবিবার রাতেই রাজীব কুমার সহ একঝাঁক প্রশাসনিক শীর্ষ কর্তাকে পুরানো পদে ফিরিয়ে আনার বিজ্ঞপ্তি জারি করে নবান্ন৷ এবার সোমবার আরও একদফায় প্রশাসনের শীর্ষপদে বদল ঘটালেন মুখ্যমন্ত্রী৷

জানা গিয়েছে, রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়৷ স্বরাষ্ট্রসচিব পদে ফেরানো হন না অত্রি ভট্টাচার্যকে৷ রাজ্যের নির্বাচন কমিশনার হচ্ছেন সৌরভ দাস৷ আলাপন বন্দ্যোপাধ্যায়কে অস্থায়ী রাজ্য নির্বাচন কমিশন পদে আগেই দায়িত্ব দেওয়া হয়৷  রাজ্য নির্বাচন কমিশনার সুশান্ত রঞ্জন উপাধ্যায়ের পদত্যাগ করায় এই শূণ্যপদের সৃষ্টি হয়৷ এবার অস্থায়ী রাজ্য নির্বাচন কমিশন পদ থেকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে সরাসরি স্বরাষ্ট্রসচিব পদে নিয়ে আসা হয়েছে৷ শেষ দফার ভোটের আগে স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্যকে সরানোর নির্দেশ দেয় নির্দেশ দেয় নির্বাচন কমিশন৷

রবিবার ভোটের আদর্শ আচরণবিধি উঠে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনের নির্দেশে বদলি হওয়া পুলিশের শীর্ষ আধিকারিকদের পুরনো পদে ফিরিয়ে আনল রাজ্য সরকার। রাজেশ কুমারের জায়গায় ফের কলকাতার পুলিশ কমিশনার হচ্ছেন অনুজ শর্মা। জ্ঞানবন্ত সিংকে বিধাননগরের পুলিশ কমিশনার পদে ফিরিয়ে আনা হল৷

সবথেকে তাৎপর্যপূর্ণ হল, ১৯ মে শেষ দফার লোকসভা নির্বাচনের চারদিন আগে সিআইডি-র এডিজি রাজীব কুমারকে কলকাতা থেকে দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকে বদলি করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। তাঁকেও ফের পুরনো পদে ফিরিয়ে আনা হয়েছে। বারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল চৌধুরীকে বদলি করে সেই জায়গায় নিয়ে আসা হয়েছে দেবেন্দ্র প্রকাশ সিংকে। তিনি মেদিনীপুর রেঞ্জের ডিআইজি পদে ছিলেন। নির্বাচন কমিশন ভোটের আগে বারাকপুরের পুলিশ কমিশনারের কোনও পরিবর্তন করেনি। এই বদলির সঙ্গে বারাকপুরের সাম্প্রতিক ভোটযুদ্ধের সম্পর্ক আছে বলে মনে করছে প্রশাসনিক মহল৷ বীরভূম ও কোচবিহারের পুলিশ সুপার পদেও পরিবর্তন করা হয়েছে। এই দু’টি জেলাতেও কমিশনের নির্দেশে পুলিশ সুপারের পরিবর্তন হয়েছিল। শ্যাম সিং ও অভিষেক গুপ্তা ফের যথাক্রমে বীরভূম ও কোচবিহারের পুলিশ সুপারের দায়িত্ব পাচ্ছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *