নয়াদিল্লি: বুধবার বিকেলে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বর্ষিয়ান কংগ্রেস নেতা ডঃ মনমোহন সিং। তাকে ভর্তি করা হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স বা এইমসে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। গতকাল প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেখানে তিনি তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলেন। একই সঙ্গে চিকিৎসকদের কাছ থেকেও মনমোহন সিংয়ের স্বাস্থ্যের ব্যাপারে তথ্য নেন।
চলতি বছরের মার্চ এবং এপ্রিল মাসে ভ্যাকসিন নেওয়ার পরেও প্রাক্তন প্রধানমন্ত্রী করোনা ভাইরাস সংক্রমণ হয়। তখন তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন যদিও কিছুদিনের মধ্যেই বাড়িতে ফিরে আসেন। এখন আবার শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হলেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, আপাতত শারীরিক অবস্থা যথেষ্ট স্থিতিশীল রয়েছে মনমোহন সিংয়ের এবং তিনি কার্ডিও নিউরো টাওয়ারে প্রাইভেট ওয়ার্ডে ভর্তি রয়েছেন। শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও প্রতিনিয়ত চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণ করছেন। ইতিমধ্যেই ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক সুস্থতা কামনা করে টুইট করেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, ‘ড: মনমোহন সিং জীর আমি দ্রুত আরোগ্য কামনা করি।’ অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে হাসপাতালে যান। সেখানে তিনি বেশ কিছুক্ষণ ছিলেন। এমকে স্ট্যালিনও টুইট করেন মনমোহন সিংয়ের সুস্থতা প্রার্থনা করেন। তিনি লেখেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করি।’