নয়াদিল্লি: অনেকটা সময় কেটে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত কংগ্রেস সিদ্ধান্ত নিতে পারেনি যে দলের স্থায়ী সভাপতি কে হবেন। আপাতত দায়িত্ব সামলেছেন সোনিয়া গান্ধী কিন্তু সর্বসম্মতভাবে স্থায়ী সিদ্ধান্ত দরকার কংগ্রেস শিবিরের। সূত্রের খবর, আজ বৈঠকে বসতে চলেছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। আলোচ্য বিষয় কী হবে তা এখনো স্পষ্ট না হলেও অনুমান করা হচ্ছে যে এই বৈঠকে সভাপতির পদে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এছাড়াও দলের সাংগঠনিক নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্রের খবর।
একাধিক ইস্যুতে কংগ্রেসের অন্দরে দ্বিমত দেখা দিয়েছে। আপাতত দলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে নাজেহাল অবস্থা হাত শিবিরের। কিন্তু সময় নষ্ট করার কোন অবকাশ নেই। কারণ আগামী বছরের শুরুতেই রয়েছে কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই এখন থেকেই শক্তভাবেই হাত ধরতে হবে। সেই প্রেক্ষিতেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে বসছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। ২০১৯ লোকসভা নির্বাচনের খারাপ ফলের পর সভাপতি পদ ত্যাগ করেছিলেন রাহুল গান্ধী। তারপর থেকে দায়িত্ব সামলাচ্ছেন সোনিয়া গান্ধী। কিন্তু কংগ্রেস নেতাদের একাংশের দাবি যে এবার স্থায়ী সভাপতি দরকার শিবিরের। একই রকম আশা প্রকাশ করেছেন খোদ সোনিয়া গান্ধীও। সেই প্রেক্ষিতেই আজ কংগ্রেসের এই ওয়ার্কিং কমিটির বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।
পঞ্জাব কংগ্রেস নিয়ে এমনিতেই চিন্তার শেষ নেই রাহুল এবং সোনিয়া গান্ধীদের। সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে কিন্তু তার আগে টালমাটাল অবস্থা কংগ্রেস শিবিরের। এদিকে কিছুদিন আগেই দলের স্থায়ী সভাপতি নির্বাচনের দাবি জানিয়েছিলেন কংগ্রেস নেতা কপিল সিব্বল। এই একই দাবি জানিয়েছে সম্প্রতি সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছিলেন অন্য এক বর্ষীয়ান কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ। তাই আপাতত এই বিষয়ে কোন সিদ্ধান্ত হয় কিনা আজকের বৈঠকে তার দিকে নজর থাকবে সকলের।