‘আগামী ছ’মাসের মধ্যেই বাংলায় বিধানসভা নির্বাচন হবে’

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২০২১ পর্যন্ত টিকবে না৷ তার আগেই ভেঙে পড়বে সরকার৷ লোকসভা নির্বাচনে তৃণমূলকে চ্যালেঞ্জ জানালেন বিজেপির জাতীয় সভাপতি রাহুল সিনহা৷ তাঁর দাবি, আগামী ৬ থেকে এক বছরের মধ্যেই বাংলায় বিধানসভা নির্বাচন হতে চলেছে৷ বিজেপি গোটা দেশের মতোই বাংলায় দুরন্ত ফল করেছে৷ ২০১৪ সালে যেখানে বিজেপির দখলে ছিল মাত্র দুটি আসন৷ এবারে আসন

599e467cc6baeeaaf9e4abe2aec75d06

‘আগামী ছ’মাসের মধ্যেই বাংলায় বিধানসভা নির্বাচন হবে’

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২০২১ পর্যন্ত টিকবে না৷ তার আগেই ভেঙে পড়বে সরকার৷ লোকসভা নির্বাচনে তৃণমূলকে চ্যালেঞ্জ জানালেন বিজেপির জাতীয় সভাপতি রাহুল সিনহা৷ তাঁর দাবি, আগামী ৬ থেকে এক বছরের মধ্যেই বাংলায় বিধানসভা নির্বাচন হতে চলেছে৷

বিজেপি গোটা দেশের মতোই বাংলায় দুরন্ত ফল করেছে৷ ২০১৪ সালে যেখানে বিজেপির দখলে ছিল মাত্র দুটি আসন৷ এবারে আসন সংখ্যা দাঁড়িয়েছে ১৮টি৷ অন্যদিকে, তৃণমূল ৩৪ থেকে নেমে এসেছে ২২-এ থেমেছে৷ ১৭ শতাংশ থেকে ৪০ শতাংশে পৌঁছেছে বিজেপির ভোট৷ এবারের এই ফল দেখে ২০২১-এর বিধানসভা নির্বাচনকে টার্গেট করে এগোচ্ছে বিজেপি৷ আর তারই ফলস্বরূপ মমতা সরাসরি চ্যালেজ্ঞ বিজেপি নেতার৷

বাংলা দখলের লক্ষ্যে রাহুল সিনহা বলেন, ‘‘আমার মনে হয় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে আর ছ’মাস থেকে এক বছরের মধ্যে৷ বর্তমান সরকার ২০২১ সাল পর্যন্ত টিকতে পারবে না৷ তৃণমূলের ভিতরে অনেক অসন্তুষ্টি রয়েছে। পুলিশ ও সিআইডির চাপের মধ্যে তৃণমূল সরকার চলছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *