আগরতলা: বাংলাদেশে বিগত কয়েকদিনে যা হয়েছে এবং হচ্ছে তা নিয়ে নিন্দা সর্বত্র। আন্তর্জাতিক মঞ্চে চরম নিন্দিত হয়েছে বাংলাদেশ। ভারতও এর ব্যাপক বিরোধিতা করেছে এবং বাংলাদেশ সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। এই ইস্যুতে সমস্ত দল মুখ খুলেছে। আজ ত্রিপুরায় জনসভা করে এই ইস্যুতে বক্তব্য রাখলেন সিপিএম নেতা বিমান বসু। তিনি বললেন, বাংলাদেশে যারা হামলা করেছে তারা মৌলবাদী, আর তাদের কোনও ধর্ম হয় না। বিমান এদিন বলেন, মৌলবাদের কোনও ধর্ম, কোনও বর্ণ কিছু থাকে না। তারা ধর্মান্ধ হয়ে এই ধরণের কার্যকলাপ করে।
আজ ত্রিপুরায় বিজন ধরের স্মরণসভায় বক্তব্য রাখেন সিপিএম পলিটব্যুরোর অন্যতম সদস্য বিমান বসু, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার, সিপিএম পলিটব্যুরোর সদস্য প্রকাশ কারাত। তিনি বলেন, ত্রিপুরা কিংবা দেশে কোন ফ্যাসিস্ট শক্তিই পারবে না বাম আন্দোলনকে রুখতে। কারাত আরো বলেন, কোভিডে সিপিএমের কেন্দ্রীয় কমিটির চার সদস্যের মৃত্যু হয়েছে। এরমধ্যে দু’জনেই ত্রিপুরার। গৌতম দাস ও বিজন ধর। একটা বাম সংগঠনের একটা বড় ঘাটতি। কারণ বামপন্থী আন্দোলনের নেতা হঠাৎ তৈরি হয় না। বহু লড়াই ও ত্যাগের মধ্য দিয়েই নেতা হয়।
এই অনুষ্ঠানে সিপিএম পলিটব্যুরো অন্যতম সদস্য বিমান বসু বাংলাদেশ ইস্যু নিয়ে মুখ খোলার পাশাপাশি বলেন, ত্রিপুরার মানুষ ভালো নেই। তাই লড়াই-সংগ্রামে মানুষকে আরও বেশী করে যুক্ত করার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। সিপিএম পলিটব্যুরো আরেক সদস্য তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, কমিউনিস্টরা জাতীয় ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে। একটা আঞ্চলিক দৃষ্টিভঙ্গি নিয়ে সংকীর্ণ রাজনীতি করতে অভ্যস্ত নয়।