প্রধানমন্ত্রী ‘আঙ্গুঠা ছাপ’, বলল কংগ্রেস! বিজেপির নিশানায় রাহুল

প্রধানমন্ত্রী ‘আঙ্গুঠা ছাপ’, বলল কংগ্রেস! বিজেপির নিশানায় রাহুল

নয়াদিল্লি: রাজনৈতিক দলগুলির মধ্যে কাদা ছোড়াছুড়ি অব্যাহত। এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘আঙ্গুঠা ছাপ’ বলে কটাক্ষ করল কংগ্রেস শিবির। এই ইস্যুতে পাল্টা প্রতিক্রিয়া দিয়ে বিজেপির আক্রমণ, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ‘ড্রাগ আসক্ত’! হাত আর পদ্ম শিবিরের এই ‘তু তু মে মে’তে জাতীয় রাজনীতি সরগরম এখন। 

কর্নাটক কংগ্রেসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এই মন্তব্য করা হয়েছে যা নিয়ে শোরগোল। টুইট করে বলা হয়েছে, কংগ্রেস সরকার স্কুল তৈরি করেছে, কিন্তু মোদী তাতে পড়াশোনা করতে যাননি। প্রাপ্তবয়স্কদের পড়াশুনোর জন্যে যে প্রকল্প ছিল কংগ্রেসের তাতেও ভর্তি হননি প্রধানমন্ত্রী। ভিক্ষা নিষিদ্ধ হলেও অনেকেই ভিক্ষা করে জীবনধারণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তারা আজ দেশ চালাচ্ছেন, দেশের নাগরিকদের ভিক্ষা করার দিকে ঠেলে দিচ্ছেন। অঙ্গুঠা ছাপ মোদীর জন্য আজ দেশ ভুগছে! এই ইস্যুতে ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি এবং তারা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে মাদকাসক্ত বলে কটাক্ষ করেছে। বিজেপি বক্তব্য, কংগ্রেসের পক্ষেই এতটা নীচে নামা সম্ভব। এই ধরণের মন্তব্য করে দেশের প্রধানমন্ত্রীকে অপমান করেছে তারা। এই প্রেক্ষিতেই রাহুল গান্ধীর প্রসঙ্গ টেনে তারা বলছে, রাহুল গান্ধী তো ড্রাগ নেন। তিনি ড্রাগে আসক্ত। সবাই জানে! 

এদিকে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘জেমস বন্ড’ বলে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। নরেন্দ্র মোদীর ‘জেমস বন্ড’ লুকে একটি মিম শেয়ার করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সঙ্গে তিনি লিখেছেন, “ওরা আমাকে ০০৭ বলে। ০ উন্নয়ন, ০ আর্থিক বৃদ্ধি, ৭ বছরের আর্থিক অব্যবস্থাপনা।” এর আগেও একাধিকবার বিরোধীরা কেন্দ্রীয় সরকারের দিকে আঙ্গল তুলে দেশের অর্থব্যবস্থার কথা উল্লেখ করেছে এবং দাবি করেছে যে এই সরকারের আমলে ভারতের বেকারত্ব এবং অর্থনৈতিক অবস্থা সব থেকে খারাপ হয়ে গিয়েছে। এবার এই ছবি শেয়ার করে সেই খোঁচাই দিয়েছেন ঘাসফুল শিবিরের এই সাংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 9 =