নয়াদিল্লি: বছর শেষে টিকাকরণে ১০০ কোটির লক্ষ্যমাত্রা নিয়েছিল ভারত। কিন্তু তার দু মাস আগেই সেই লক্ষ্যমাত্রা ছোঁয়া হয়ে গেল দেশের। আজই ১০০ কোটির টিকাকরণ পার করে ফেলেছে ভারতবর্ষ। এই প্রেক্ষিতে সকলকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বড় রকমের অনুষ্ঠানের পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকারও। কিন্তু দেশের কোন রাজ্যের কেমন ‘পারফরম্যান্স’ এই টিকাকরণের রেকর্ডে? কেমন ছিল শেষ কয়েক মাসের টিকাকরণের গতি?
কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, গত জুন মাস পর্যন্ত মাত্র ২৫ কোটি টিকাকরণ হয়েছিল দেশে। তার পর থেকেই ধীরে ধীরে বাড়তে থাকে টিকাকরণের গতি। অগাস্ট মাসে তা দাঁড়ায় ৫০ কোটি, সেপ্টেম্বরে ৭৫ কোটি। আর অক্টোবরেই তা ছুঁয়ে ফেলল ১০০ কোটির গণ্ডি। মাত্র ২৭৯ দিনে টিকাকরণে ১০০ কোটির মাইলফলক পার করেছে ভারতবর্ষ৷ আপাতত বিশ্বের আর কোনও দেশ এই নজির গড়তে পারেনি৷ নিঃসন্দেহে সাফল্যের ইতিহাস লিখেছে মোদী সরকার৷ পরিসংখ্যান অনুযায়ী, দেশের প্রথম ১০ কোটি টিকাকরণ হতে সময় নিয়েছিল ৮৫ দিন। যা সর্বোচ্চ। আর সবথেকে কম সময়ে ১০ কোটি টিকাকরণ হয়েছে ১১ দিনে! রাজ্যভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, সবথেকে এগিয়ে রয়েছে উত্তরপ্রদেশ, সেখানে আপাতত টিকাকরণ হয়েছে ১২.২১ কোটি। তারপর রয়েছে মহারাষ্ট্র। সেখানে আপাতত হয়েছে ৯.৩২ কোটি টিকাকরণ। তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। সেখানে এই মুহূর্ত পর্যন্ত টিকাকরণ হয়েছে ৬.৮৫ কোটি। তারপর রয়েছে গুজরাট, ৬.৭৯ কোটি এবং মধ্যপ্রদেশ, ৬.৭২ কোটি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে ধন্যবাদ জ্ঞাপন করে জানিয়েছেন,ভারত ইতিহাস লিখেছে। ১৩০ কোটির ভারতবাসীর যৌথ প্রচেষ্টা সফল আর ভারতীয় বিজ্ঞানীদের বিরাট সাফল্য। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সেই সকল মানুষকে আন্তরিক অভিনন্দন যারা এই সাফল্য অর্জন করতে দেশেকে সাহায্য করেছে। জানা গিয়েছে, লালকেল্লায় এই উপলক্ষে জনপ্রিয় গায়ক কৈলাস খেরের একটি গান ও একটি ভিডিও লঞ্চ করা হবে। সেটি লঞ্চ করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। আবার ১ হাজার ৪০০ কেজি ওজনের একটি পতাকা উত্তোলন করা হবে। এছাড়াও, এই উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। আবার, টিকাকরণের রেকর্ডকে স্মরণীয় করে রাখতে বিশেষ তথ্যচিত্র প্রকাশ করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।