তৃণমূলের বৈঠকে জয় শ্রীরাম ধ্বনি! রণক্ষেত্র কাঁচরাপাড়া, লাঠি পুলিশের

বারাকপুর: জয় শ্রীরাম ধ্বনি উঠতেই রণক্ষেত্রের চেহারা নিল কাঁচরাপাড়া৷ তৃণমূল-বিজেপি কর্মীদের জমায়েতকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা কাঁচরাপাড়া এলাকায়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলেও অভিযোগ৷ নামানো হয় ব়্যাফ৷ কাঁচরাপাড়ার গান্ধীমোড়ে তৃণমূল-বিজেপি কর্মীদের স্লোগান-পাল্টা স্লোগানে থমকে যান চলাচল৷ ঘটনার সূত্রপাত আজ দুপুরে৷ সাংগঠনিক বৈঠকে অংশ নিতে কাঁচরাপাড়ায় যান জ্যোতিপ্রিয় মল্লিক৷ তাঁর

e8b444d3447cba8b48b3fd62f9954973

তৃণমূলের বৈঠকে জয় শ্রীরাম ধ্বনি! রণক্ষেত্র কাঁচরাপাড়া, লাঠি পুলিশের

বারাকপুর: জয় শ্রীরাম ধ্বনি উঠতেই রণক্ষেত্রের চেহারা নিল কাঁচরাপাড়া৷ তৃণমূল-বিজেপি কর্মীদের জমায়েতকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা কাঁচরাপাড়া এলাকায়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলেও অভিযোগ৷ নামানো হয় ব়্যাফ৷ কাঁচরাপাড়ার গান্ধীমোড়ে তৃণমূল-বিজেপি কর্মীদের স্লোগান-পাল্টা স্লোগানে থমকে যান চলাচল৷

ঘটনার সূত্রপাত আজ দুপুরে৷ সাংগঠনিক বৈঠকে অংশ নিতে কাঁচরাপাড়ায় যান জ্যোতিপ্রিয় মল্লিক৷ তাঁর নেতৃত্বেই শুরু হয় বৈঠক৷ বৈঠকে উপস্থিত হল উত্তর ২৪ পরগনার তৃণমূলের নেতারও৷ অভিযোগ, বৈঠক শুরু হতেই বাইর থেকে বিজেপি সমর্থকরা জয় শ্রীরাম ধ্বনি তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ পাল্টা স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মীরা৷ দফায় দফায় বিক্ষোভ কর্মসূচির জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়৷ ক্রমশ পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যেতে থাকে৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে৷ জনবহুল ওই এলাকা ফাঁকা করে দেওয়া হয়৷ বন্ধ হয়ে যায় দোকান-পাঠ৷

এদিন বৈঠক শেষ হওয়ার পর জ্যোতিপ্রিয় মল্লিক, তাপস রায়ের কনভয় লক্ষ্য করে বিক্ষোভ দেখাতে থাকেন শ’পাঁচেক বিজেপি কর্মী৷ তৃণমূলের দুই শীর্ষ নেতাকে লক্ষ্য জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয়৷ কনভয় আটকে বিক্ষোভ দেখানোর জন্য বিজেপি কর্মীদের উপর বেপরোয়া লাঠিচার্জ করে পুলিশ৷ উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কোনোক্রমে এলাকা ছাড়ানেন তৃণমূল নেতারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *