সিপিএমের কার্যালয় খুললেও দলের পুনরুদ্ধার কবে?

পূর্ব মেদিনীপুর:বিজেপি যখন তৃণমূলের পার্টি অফিস দখল করছে, ঠিক তখন তৃণমূলের দখলে থাকা কার্যালয় ফিরে পেল সিপিএম৷ প্রায় ৩ বছর ধরে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রাতুলিয়া বাজারে সিপিএমের দলীয় কার্যালয়টি তৃণমূল দখল করে রাখে৷ শনিবার সকালে ভেঙে গৃহপ্রবেশ করেন বাম নেতারা৷ লাগানো হয় চকচকে লাল পতাকা৷ কার্যালয়টি দখল নিয়ে কার্ল হাইনরিশ মার্ক্স, ভ্লাদিমির লেনিনের ছবিও টানানো

সিপিএমের কার্যালয় খুললেও দলের পুনরুদ্ধার কবে?

পূর্ব মেদিনীপুর:বিজেপি যখন তৃণমূলের পার্টি অফিস দখল করছে, ঠিক তখন তৃণমূলের দখলে থাকা কার্যালয় ফিরে পেল সিপিএম৷ প্রায় ৩ বছর ধরে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রাতুলিয়া বাজারে সিপিএমের দলীয় কার্যালয়টি তৃণমূল দখল করে রাখে৷

শনিবার সকালে ভেঙে গৃহপ্রবেশ করেন বাম নেতারা৷ লাগানো হয় চকচকে লাল পতাকা৷ কার্যালয়টি দখল নিয়ে কার্ল হাইনরিশ মার্ক্স, ভ্লাদিমির লেনিনের ছবিও টানানো হয়৷ তিন বছর পর অফিস ফিরে পাওয়ায় বেশ উজ্জীবিত বাম কর্মীরা৷ কারণ, মাঠে-ঘাটে তাঁরাই রক্ত-ঘাম ছড়ান৷ অফিস ফিরে পাওয়ার আনন্দ থাকলেও, দলের পুনরুদ্ধার করবে কে? প্রশ্ন তুলছেন দলের কর্মীরাই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + nine =