নিউইয়র্ক: পূর্বাভাস যেমন ছিল তার থেকেও হয়তো বেশি ধ্বংস লীলা আমেরিকায় চালাচ্ছে ‘বম্ব সাইক্লোন’। প্রবল এই তুষারঝড় শুরু হতেই বিভিন্ন রাস্তায় ৮-১০ ফুট পর্যন্ত পুরু বরফ জমে গিয়েছিল, বিদ্যুৎহীন হয়ে পড়েছিল ১৫ লক্ষ বাড়ি। মৃত্যু হয়েছিল ৩১ জনের। এবার জানা গেল, সেই সংখ্যা বেড়ে হয়েছে ৫০-এর কাছাকাছি। এক কথায়, আমেরিকার একটি অংশ জুড়ে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে এই তুষারঝড়। এটি কবে শেষ হবে তা এখনই বলা যাচ্ছে না।
আমেরিকার জাতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, দেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা বিরল। এমনও জায়গা আছে যেখানে তাপমাত্রা এই মুহূর্তে মাইনাস ৫৩ পর্যন্ত হয়ে গিয়েছে। তা হল পশ্চিম কানাডা। আক্ষরিক অর্থে জমে গিয়েছে সব কিছু। ইতিমধ্যেই বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে, বড় বাড়ি থেকে শুরু করে রাস্তায় রাখা গাড়ি, হোটেল সবকিছু জমে বরফ হয়ে গিয়েছে।
আরও পড়ুন- ডনেৎস্কে প্রত্যাঘাত, ইউক্রেন সেনার গোলায় বর্ষণে গুরুতর জখম রাশিয়ার প্রাক্তন উপপ্রধানমন্ত্রী!
এমনকি বরফে জমে গিয়ে মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে। প্রশাসনের তরফ থেকে আগেই নির্দেশ দেওয়া হয়েছিল যে, খুব প্রয়োজন না পড়লে যেন কেউ বাড়ির বাইরে না বের হন। সেই নির্দেশিকা এখনও জারি। পরিস্থিতি এমন যে, ফুটন্ত জল নিমেষে বরফে পরিণত হচ্ছে, ফ্রস্টবাইট হতে সময় লাগছে মাত্র ১০ মিনিট। অনুমান, অতীতের সমস্ত শীতের রেকর্ড এবার ভেঙে যাবে আমেরিকায়।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, নতুন করে তুষারঝড়ের কবলে পড়তে পারেন ৮০ লক্ষ আমেরিকাবাসী। এই মুহূর্তে সরাসরি ২ লক্ষ মানুষ বিদ্যুৎহীনতায় ভুগছে। অন্যদিকে তুষারঝড় এবং খারাপ আবহাওয়ার জন্য সড়কপথ অবরুদ্ধ হয়ে পড়েছে, তেমনই বন্ধ হয়ে গিয়েছে বিমান চলাচল।