শান্তিনিকেতনে আর হবে না পৌষমেলা, নয়া বিজ্ঞপ্তি বিশ্বভারতীর

সিউড়ি: শতাব্দী প্রাচীন শান্তিনিকেতন পৌষমেলার দায়িত্ব থেকে সরে দাঁড়াল বিশ্বভারতী৷ তবে রীতি মেনে পৌষ উৎসব করা হবে বলে লিখিত বিবৃতি প্রকাশ বিশ্বভারতী কর্তৃপক্ষের৷ ফলে, চলতি বছর থেকেই শান্তিনিকেতনে পৌষমেলার অনুষ্ঠান এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়ল৷ মেলা পরিচালনার সঙ্গে যুক্ত সব অধ্যাপক, কর্মকর্তা ও শান্তিনিকেতন ট্রাস্টের সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনায় বসে বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ বৈঠকে উঠে আসে,

শান্তিনিকেতনে আর হবে না পৌষমেলা, নয়া বিজ্ঞপ্তি বিশ্বভারতীর

সিউড়ি: শতাব্দী প্রাচীন শান্তিনিকেতন পৌষমেলার দায়িত্ব থেকে সরে দাঁড়াল বিশ্বভারতী৷ তবে রীতি মেনে পৌষ উৎসব করা হবে বলে লিখিত বিবৃতি প্রকাশ বিশ্বভারতী কর্তৃপক্ষের৷ ফলে, চলতি বছর থেকেই শান্তিনিকেতনে পৌষমেলার অনুষ্ঠান এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়ল৷

মেলা পরিচালনার সঙ্গে যুক্ত সব অধ্যাপক, কর্মকর্তা ও শান্তিনিকেতন ট্রাস্টের সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনায় বসে বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ বৈঠকে উঠে আসে, মেলা ঘিরে পরিবেশ আদালতে দায়ের হওয়া মামলা জন্য বিপুল খরচ ও মেলায় ব্যয়ের দায় শান্তিনিকেতন ট্রাস্টের উপর চাপে৷ ফলে, তারা এই খরচ বহন করতে পারছেন না৷

অন্যদিকে, এই মেলা করতে গিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ প্রশাসন থেকে শুরু করে পুরসভা ও স্থানীয় ব্যবসায়ীদের সেভাবে সহযোগিতা পায় না বলেও অভিযোগ উঠে আসে বৈঠকে৷ প্রেস রিলিজে কৃর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশ আদালত সহ দেশের সংশ্লিষ্ট সব মান্য প্রতিষ্ঠানের পালনীয় শর্তাবলী পূরণ করে এই বিপুল আয়তনের মেলা পরিচালনা করার মতো উপযুক্ত পরিকাঠামো বিশ্বভারতীর মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নেই৷ তাই মেলা থেকে সরে আসছে কর্তৃপক্ষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =