এবার বাংলার সমস্ত কলেজে গেরুয়া অভিযানের ঘোষণা

কলকাতা: লোকসভা ভোটের পর এবার আরএসএসের নজরে বাংলার শিক্ষা প্রতিষ্ঠান৷ কলেজ দখলের টার্গেট আরএসএ প্রভাবিত ছাত্র সংগঠন এবিভিপির৷ ছাত্রভোটের দাবি-সহ গুচ্ছ কর্মসূচি নিয়ে কলেজে কলেজে অভিযান শুরুর লক্ষমাত্রা এবিভিপির৷ আজ সাংবাদিক বৈঠক করে এবিভিপির তরফে ঘোষণা করা হয়েছে, রাজ্যের ৫০০ কলেজে ইউনিট তৈরি করা হবে৷ ইতিমধ্যেই ২২টি কলেজে ইউনিট গঠন করে ফেলেছে এবিভিপি৷ ছাত্রভোটের দাবিতে

এবার বাংলার সমস্ত কলেজে গেরুয়া অভিযানের ঘোষণা

কলকাতা: লোকসভা ভোটের পর এবার আরএসএসের নজরে বাংলার শিক্ষা প্রতিষ্ঠান৷ কলেজ দখলের টার্গেট আরএসএ প্রভাবিত ছাত্র সংগঠন এবিভিপির৷ ছাত্রভোটের দাবি-সহ গুচ্ছ কর্মসূচি নিয়ে কলেজে কলেজে অভিযান শুরুর লক্ষমাত্রা এবিভিপির৷

এবার বাংলার সমস্ত কলেজে গেরুয়া অভিযানের ঘোষণাআজ সাংবাদিক বৈঠক করে এবিভিপির তরফে ঘোষণা করা হয়েছে, রাজ্যের ৫০০ কলেজে ইউনিট তৈরি করা হবে৷ ইতিমধ্যেই ২২টি কলেজে ইউনিট গঠন করে ফেলেছে এবিভিপি৷ ছাত্রভোটের দাবিতে লাগাতার আন্দোলন কর্মসূচিক ডাক দেওয়া হয়েছে এবিভিপির তরফে৷ আগামী ২ জুলাই রাজ্যের সব কলেজে অবস্থান বিক্ষোভের ঘোষণাও করা হয়েছে আরএসএ প্রভাবিত ছাত্র সংগঠনের তরফে৷ অক্টোবর থেকে ১০ হাজার ছাত্রীকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া ঘোষণা এবিভিপির৷

এবিভিপিকে এই ঘোষণায় কটাক্ষ টিএমসিপির৷ কলেজের গেট থেকে বের করে দেবেন ছাত্রছাত্রীরা৷ দাবি তৃণমূল ছাত্র সংগঠনের৷ তৃণমূলের ছাত্রনেতারাই গেরুয়া পতাকা ধরছেন, কটাক্ষ এসএফআইয়ের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + four =