নয়াদিল্লি: ২০১৪ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদিকে দিল্লির মসনদে বসানোর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন প্রশান্ত কিশোর৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অন্যতম ক্যাম্পেন ম্যানেজার হিসেবে উঠে আসে তাঁর নাম৷ পরে, বিজেপির ঘর ছেড়ে যান নীতীশ কুমারের ঘরে৷ জেডিইউতে লেখান নাম৷ বিহারে নীতীশের হয়ে এবার নির্বাচনী ক্যাম্পেন করেন তিনি৷ হাতে হাতে তার ফলও পান বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ এবার এহেন প্রশান্ত কিশোরকে নবান্নে ডেকে প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
লোকসভা নির্বাচনে আসন সংখ্যা কমতেই প্রশান্ত কিশোরের সঙ্গে যোগাযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ অভিষেকের আমন্ত্রণ পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন প্রশান্ত৷ ২০২১-এর বিধানসভা নির্বাচনে প্রচার কৌশল নিয়েও তাঁদের মধ্যে কথা হয় বলে খবর৷ নবান্নে সূত্রে খবর, ওই বৈঠকে জেডিইউর এক প্রতিনিধিও উপস্থিত ছিলেন৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, আগামী মাস থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে আনুষ্ঠানিক ভাবে কাজ করবেন প্রশান্ত৷ আগামী মাসের শুরুতেই প্রশান্তকে ফের রাজ্যে দেখা যেতে পারে৷ তৃণমূলের হয়ে কাজ করার জন্য নবান্নে বসেই প্রশান্ত কিশোরের সঙ্গে চুক্তি হয়েছে বলে খবর৷
Sources: Political Strategist Prashant Kishor to officially start working with West Bengal Chief Minister Mamata Banerjee after one month https://t.co/gcV1EjK3z1
— ANI (@ANI) June 6, 2019
২০১৪ সালে নরেন্দ্র মোদি ও ২০১৫ সালে নীতীশ কুমারের হয়ে কাজ করার পাশপাশি ২০১৭ সালে উত্তরপ্রদেশ ও পঞ্জাবে কংগ্রেসের হয়ে কাজ করেছেন প্রশান্ত কিশোর৷ অখিলেশ যাদব ও রাহুল গান্ধীকে এক মঞ্চে নিয়ে আসেন প্রশান্ত৷ বারাণসীতে সনিয়া গান্ধীর রোড শো করার পিছনে তাঁর ভূমিকা ছিল অন্যতম৷ যদিও উত্তরপ্রদেশ নির্বাচনে সফলতা পাননি প্রশান্ত৷ তবে পঞ্জাবে অমরিন্দর সিংহ জিতেছিলেন৷ এর পরে দক্ষিণ ভারতে কিছুদিন জগন রেড্ডির হয়ে কাজ করেন তিনি৷ তার পরে চলে যান বিহারে৷ এবার প্রশান্ত কিশোরের পাখির চোখ বাংলায়৷