নীরজের জয়ে মাতোয়ারা দেশ, ‘চিরস্মরণীয়’ বললেন মোদী, মমতা বললেন ‘ঐতিহাসিক’

নীরজের জয়ে মাতোয়ারা দেশ, ‘চিরস্মরণীয়’ বললেন মোদী, মমতা বললেন ‘ঐতিহাসিক’

0f9c71ce0027eb922ccffcbe1941da90

নয়াদিল্লি:  টোকিওর মাটিতে স্বর্ণাক্ষরে লেখা হল ভারতের ইতিহাস৷ অ্যাটলিক্সে প্রথম স্বর্ণ পদক জয় করলেন নীরজ চোপড়া৷ তাঁর এই অসামান্য সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ৷ শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন- কৃষক পরিবারের সন্তান নীরজের গলায় অলিম্পক্সের গোল্ড মেডেল

জ্যাভলিনে নীরজ চোপড়া সোনা জেতার পরেই টুইট করেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘টোকিওতে ইতিহাস লেখা হল৷  নীরজ চোপড়ার সাফল্য আজীবন স্মরণীয় হয়ে থাকবে৷  তরুণ নীরজ অসামান্য৷ দারুণ প্যাশন নিয়ে খেলেছেন নীরজ৷ এটা সত্যিই অনবদ্য। সোনা জেতার জন্য তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা।’’

 

আরও পড়ুন- অলিম্পিক্সে ইতিহাস গড়ে জ্যাভলিনে সোনা জিতলেন নীরজ

টুইটে নীরজকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷  তিনি লেখেন, ‘‘ইতিহাস রচিত হল৷ গোটা দেশ এই গৌরবময় জয়ে উচ্ছ্বসিত৷ অনেক অনেক অভিনন্দন৷’’ নীরজকে টুইটে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দও৷ তিনি লিখেছেন ‘‘নজিরবিহীন জয়৷ তোমার জ্যাভলিন সমস্ত বাধা অতিক্রম করে ইতিহাস লিখেছে৷  তুমিই ট্যাক অ্যান্ড ফিল্ডে ভারতকে প্রথম সোনা এনে দিলে৷ তুমি তরুণ প্রজন্মের অনুপ্রেরণা৷’’

 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *