নয়াদিল্লি: টোকিওর মাটিতে স্বর্ণাক্ষরে লেখা হল ভারতের ইতিহাস৷ অ্যাটলিক্সে প্রথম স্বর্ণ পদক জয় করলেন নীরজ চোপড়া৷ তাঁর এই অসামান্য সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ৷ শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
আরও পড়ুন- কৃষক পরিবারের সন্তান নীরজের গলায় অলিম্পক্সের গোল্ড মেডেল
জ্যাভলিনে নীরজ চোপড়া সোনা জেতার পরেই টুইট করেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘টোকিওতে ইতিহাস লেখা হল৷ নীরজ চোপড়ার সাফল্য আজীবন স্মরণীয় হয়ে থাকবে৷ তরুণ নীরজ অসামান্য৷ দারুণ প্যাশন নিয়ে খেলেছেন নীরজ৷ এটা সত্যিই অনবদ্য। সোনা জেতার জন্য তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা।’’
History has been scripted at Tokyo! What @Neeraj_chopra1 has achieved today will be remembered forever. The young Neeraj has done exceptionally well. He played with remarkable passion and showed unparalleled grit. Congratulations to him for winning the Gold. #Tokyo2020 https://t.co/2NcGgJvfMS
— Narendra Modi (@narendramodi) August 7, 2021
আরও পড়ুন- অলিম্পিক্সে ইতিহাস গড়ে জ্যাভলিনে সোনা জিতলেন নীরজ
টুইটে নীরজকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ তিনি লেখেন, ‘‘ইতিহাস রচিত হল৷ গোটা দেশ এই গৌরবময় জয়ে উচ্ছ্বসিত৷ অনেক অনেক অভিনন্দন৷’’ নীরজকে টুইটে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দও৷ তিনি লিখেছেন ‘‘নজিরবিহীন জয়৷ তোমার জ্যাভলিন সমস্ত বাধা অতিক্রম করে ইতিহাস লিখেছে৷ তুমিই ট্যাক অ্যান্ড ফিল্ডে ভারতকে প্রথম সোনা এনে দিলে৷ তুমি তরুণ প্রজন্মের অনুপ্রেরণা৷’’
History has been scripted!
Beyond proud of Javelin thrower @Neeraj_chopra1 for winning the Gold Medal at the #Olympics2020!
Today, the entire nation shall rejoice in this glorious victory! Many, many Congratulations to you!
— Mamata Banerjee (@MamataOfficial) August 7, 2021