বেজিং: চলতি মাসেই আবার নতুন করে কোভিড আতঙ্ক শুরু হয়েছে চিন থেকে। সেই দেশে এই মুহূর্তে করোনা পরিস্থিতি খুবই খারাপ। লাগাতার সংক্রমণ এবং মৃত্যু বৃদ্ধি পাওয়ার কারণ অনেকেই মনে করছেন যে ফের সেই ২০২০ সালের স্মৃতি ফিরে আসতে পারে। কিন্তু ভারত সহ একাধিক দেশ আগে থেকেই সতর্কতা অবলম্বন করে নিয়েছে। তবে এই আবহে যে খবর সামনে আসছে তা হল, চিন সমস্ত কোভিড বিধি প্রত্যাহার করে নিচ্ছে। আগামী বছরের শুরু থেকেই সিদ্ধান্ত কার্যকর হবে।
আরও পড়ুন: মাইনাস ৪৫ ডিগ্রি হতে পারে তাপমাত্রা! ‘বম্ব সাইক্লোন’ আতঙ্কে আমেরিকাবাসী
কিছুদিন আগেও লকডাউন ছিল চিনে। করোনা পরিস্থিতি খারাপের দিকে না গেলেও সরকারের সিদ্ধান্ত নিয়ে বিরোধিতা বাড়ছিল। তারই মধ্যে আচমকা হু হু করে সংক্রমণ বাড়তে শুরু করে দেশে। সম্প্রতি পরিস্থিতি এমন হয় যে চিনের অনেক হাসপাতালে বেড তো দূর, কোভিড রোগীর মাটিতেও জায়গা হচ্ছিল না। কিছু কিছু রোগীকে সরাসরি শ্মশানে নিয়ে গিয়ে রাখা হচ্ছিল! তবে এখন জানা গেল, চিন সরকার সিদ্ধান্ত নিয়েছে নিভৃতবাসের মতো কড়াকড়ি বন্ধ করার।
এমনকি, বিদেশ থেকে আসা পর্যটকদের যে কোভিড পরীক্ষা এবং ৭ দিন নিভৃতে থাকার নিয়ম, তাও বন্ধ হতে চলেছে। জানান হয়েছে, বিদেশি পর্যটকদের মধ্যে যাঁদের জ্বর বা ফ্লু-এর মতো উপসর্গ থাকবে, তাঁদেরই শুধু কোভিড পরীক্ষা করা হবে। বাকিদের নয়। এমনকি শীঘ্রই চিনের বাসিন্দারাও চিন থেকে দেশের বাইরে যেতে পারবেন। নতুন নিয়ম আগামী ৮ জানুয়ারি থেকেই চালু হবে বলে খবর।