ননদের সঙ্গে পাল্লা দিয়ে কোমর দোলালেন নতুন বউ, ঝড় উঠল নেট পাড়ায়

ননদের সঙ্গে পাল্লা দিয়ে কোমর দোলালেন নতুন বউ, ঝড় উঠল নেট পাড়ায়

নয়াদিল্লি:  বিয়ে মানেই দারুণ মজা৷ হই হুল্লোর৷ নাচ, গান, দেদার মস্তি৷ আর এই আনন্দে যদি সামিল হয় খোদ নব বধূ, তাহলে তো সোনায় সোহাগা৷ সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ভাইরাল রয়েছে নেট পাড়ায়৷ যেখানে ননদের সঙ্গে পাল্লা দিয়ে কোমর দোলালেন নতুন ভাবী৷ 

আরও পড়ুন- করোনা নিয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠক, প্রধানমন্ত্রীর দাওয়াই ‘হর ঘর টিকা’

আজকাল ইন্টারনেটে ডান্স ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়৷ তেমনই ভাইরাল হয়েছে এই ভিডিয়োটিও৷ যেখানে  নন্দন এবং বৌদি পাল্লা দিয়ে ঠুমকা লাগিয়েছেন৷ ভিডিয়েটিতে দেখা দিয়েছে, প্রথমে অবশ্য একটু লজ্জা পাচ্ছিলেন নতুন বউ৷ কিন্তু ননদ নাচ শুরু করতেই আর নিজেকে বেঁধে রাখতে পারেননি তিনি৷ একবার শুরু হতেই ঝড় তুললেন নব বধূ৷ এমকী তিনি পিছনে ফেলেন ননদকেও৷ গোটা ভিডিয়োটিতে নজর কেড়েছেন তিনি৷ নব বধূ আর ননদের এই যুগলবন্দি নজর কেড়েছে নেটিজেনদেরও৷ লাল শাড়ি, মেহন্দি আঁকা হাতে ভর্তি চুরি, কোমরে কোমর বন্ধনী আর মাথায় ঘোমটা দিয়েই নাচে ঝড় তুলেন দুলহান৷ শাড়ির ফাঁক দিয়ে উঁকি দেওয়া কোমরও নজর কেড়েছে নেটিজেনদের৷ উপচে পড়েছে কমেন্ট বক্স৷ 

দিন কয়েক আগে আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল৷ যেখানে দেখা গিয়েছিল বাড়িতে বর আসতেই হবু বরকে ফ্লাইং কিসে ভরিয়েছিলেন কনে৷ বহুতলের দোরগোড়ায় বর আসতেই ব্যলকনিতে ছুটে আসেন তিনি৷ তার পর হবু বরকে লক্ষ্য করে একের পর এক ফ্লাইং কিসে ভরিয়ে দেয় কনে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =