দিলীপ ঘোষের মিছিল ঘিরে ধুন্ধমার, পুলিশ-বিজেপি খণ্ডযুদ্ধে জখম বহু

বালুরঘাট: রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মিছিল ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর ও গঙ্গারামপুর এলাকা৷ পুলিশ-বিজেপি খণ্ডযুদ্ধে জখম উভয় পক্ষের বেশ কয়েকজন ব্যক্তি৷ ইটের ঘাটে গুরুতর জখম এই পুলিশ আধিকারিক৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ ঘটনার সূত্রপাত আজ সকালে৷ বুনিয়াদপুরে আজ একটি মিছিলে অংশ নিতে যান দিলীপ ঘোষ৷ সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়৷ এরপর

দিলীপ ঘোষের মিছিল ঘিরে ধুন্ধমার, পুলিশ-বিজেপি খণ্ডযুদ্ধে জখম বহু

বালুরঘাট: রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মিছিল ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর ও গঙ্গারামপুর এলাকা৷ পুলিশ-বিজেপি খণ্ডযুদ্ধে জখম উভয় পক্ষের বেশ কয়েকজন ব্যক্তি৷ ইটের ঘাটে গুরুতর জখম এই পুলিশ আধিকারিক৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷

দিলীপ ঘোষের মিছিল ঘিরে ধুন্ধমার, পুলিশ-বিজেপি খণ্ডযুদ্ধে জখম বহুঘটনার সূত্রপাত আজ সকালে৷ বুনিয়াদপুরে আজ একটি মিছিলে অংশ নিতে যান দিলীপ ঘোষ৷ সেখানে তাঁকে  সংবর্ধনা দেওয়া হয়৷ এরপর শুরু হয় মিছিল৷ মিছিল শুরু হতেই ১৪৪ ধারা জারি রয়েছে বলে পুলিশ মিছিলে বাধা দেয়৷ পুলিশ কর্মীদের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন দিলীপ ঘোষ৷ শুরু হয় ধস্তাধস্তি৷ ধস্তাধস্তি গড়ায় খণ্ডযুদ্ধে৷ পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনতে বেপরোয়া ভাবে লাঠিচার্জ করে৷ পুলিশের লাঠির বাড়িতে বেশ কয়েকজন বিজেপি কর্মী জখম হন৷ পাল্টা বিজেপির তরফে ইট ছোড়া হয়৷ ইটের আঘাতে বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হন৷ পুলিশ পিছু হতেই বুনিয়াদপুরে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে এগতে শুরু করেন দিলীপ ঘোষ৷ গঙ্গারামপুর এলাকা থেকে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =