কলকাতা: আগামী ১৪ জুন কাঁচরাপাড়া জনসভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী কাঁচরাপাড়ায় এলেই তাঁকে ফের ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে স্বাগত জানানো হবে বলে ঘোষণা বিজেপি সাংসদ অর্জুন সিংহের৷
অর্জুন সিং বলেন, ‘‘জয় শ্রীরাম শুনলে উনি কেন এরকম করেন জানি না৷ ১৪ মমতা কাঁচরাপাড়ায় এলেই তাঁকে ফের ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া হবে৷’’ বলেন, ‘‘ওদের সঙ্গে সাধারণ মানুষ আর নেই৷ জনসংযোগ হারিয়েছে তৃণমূল৷ পুলিশকে দিয়ে দল চালানো হচ্ছে৷ সিপিএমের মতো ওদের অবস্থা হবে৷ প্রশান্ত কিশোরকে টাকা দিয়ে তৃণমূল সংগঠনকে চাঙ্গা করার চেষ্টাও ব্যর্থ হবে৷’’
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, তৃণমূল দলটা সমাজবিরোধীতে ভরে গিয়েছে৷ ওই দলে যাঁরা ভাল মানুষ আছেন, তাঁরা সকলে পার্টি ছাড়ছেন৷ আর কদিন পর ওই দলে চোর আর ডাকাত ছাড়া আর কেউ থাকবে না৷