আগের সরকার কবরস্থান বানাতো, এখন মন্দির তৈরি হয়! ফের হিন্দুত্বে জোর যোগীর

আগের সরকার কবরস্থান বানাতো, এখন মন্দির তৈরি হয়! ফের হিন্দুত্বে জোর যোগীর

লখনউ: আর কয়েক মাস পরেই উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন। তার আগে ভোটের প্রচারে এখন কার্যত ব্যতিব্যস্ত সব রাজনৈতিক দল। এই প্রেক্ষিতেই আগের বিধানসভা নির্বাচনের মতো এবার বিধানসভা নির্বাচনের প্রাক্কালেও হিন্দুত্বে জোর দিলেন গো বলয়ের সবথেকে বড় রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পূর্ববর্তী সরকারকে এক হাত নিয়ে মন্দির প্রসঙ্গে মন্তব্য করলেন তিনি।

সরাসরি হিন্দু বা মুসলিম প্রসঙ্গে কথা বলেননি যোগী আদিত্যনাথ। কিন্তু তিনি এমন মন্তব্য করেছেন যেখানে স্পষ্ট হয়ে গেছে যে তিনি কী বলতে চাইছেন। যোগীর বক্তব্য, আগের সরকার টাকা খরচ করে কবরস্থান বানাত। আর এখন মন্দির তৈরি হয় এবং মন্দিরের উন্নয়নে কাজ হয়। অর্থাৎ এক কথায় তিনি বুঝিয়ে দিলেন হিন্দু এবং মুসলমান পার্থক্যের বিষয়। খুব সহজেই ফের একবার হিন্দুত্বে জোর দিলেন আদিত্যনাথ। রাজ্যের গত বিধানসভা নির্বাচনের আগে এই শ্মশান এবং কবরস্থান তত্ত্ব শোনা গিয়েছিল যোগী আদিত্যনাথের মুখে। ২০২২ বিধানসভা নির্বাচনের আগে ফের একবার সেই একই তাস খেললেন তিনি। পরিষ্কার বুঝিয়ে দিলেন যে নির্বাচনের আগে এটাই হতে চলেছে বিজেপির মূল অস্ত্র। অযোধ্যায় দীপাবলী উৎসবের সূচনা মঞ্চে দাঁড়িয়ে এমন মন্তব্য করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একহাত নিয়ে তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকারের মতো বর্তমান সরকার সংখ্যালঘুদের ধর্মীয় কাজে অর্থ ব্যয় করবে না। সংখ্যাগুরু হিন্দুদের ধর্ম কর্মে ব্যবহার করা হবে অর্থ। এটাই নাকি বিজেপির সঙ্গে অন্য দলের সবথেকে বড় তফাৎ বলে ব্যাখ্যা করেছেন তিনি।

এর পাশাপাশি নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে রাম মন্দির প্রসঙ্গ টেনে আনেন যোগী আদিত্যনাথ। মন্তব্য করেন, আগে কর সেবা করা হলে গুলি বর্ষণ হতো কিন্তু এখন পুষ্প বৃষ্টি হবে। আর গুলি চলবে না। যদিও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর এইরূপ মন্তব্যে জাতীয় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। অনেকের বক্তব্য, সরকারি টাকায় কবরস্থান তৈরি হওয়াকে যদি মান্যতা না দেওয়া হয় তাহলে মন্দির তৈরিকে মান্যতা দেওয়া হবে কেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + thirteen =