ফের ভাঙনের মুখে তৃণমূল পরিচালিত পুরসভা, মিলবে রফাসূত্র?

বারাসত: তুমুল অচালাবস্থা তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভায়৷ ১১জন তৃণমূল কাউন্সিলারের পর এবার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব চেয়ে মহকুমা শাসকের কাছে লিখিত আবেদন উপ-পুরপ্রধান-সহ তিন কাউন্সিলারের৷ ফলে, তৃণমূল পরিচালিত এই পুরসভায় পুরপ্রধানের বিরুদ্ধে বিদ্রোহ প্রকাশ ১৪ কাউন্সিলারের৷ শুক্রবার ১১ জন তৃণমূল কংগ্রেস কাউন্সিলার চেয়ারম্যান শংকর আঢ্যের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব চেয়ে মহকুমা শাসকের কাছে লিখিত আবেদন জানান৷

ফের ভাঙনের মুখে তৃণমূল পরিচালিত পুরসভা, মিলবে রফাসূত্র?

বারাসত: তুমুল অচালাবস্থা তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভায়৷ ১১জন তৃণমূল কাউন্সিলারের পর এবার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব চেয়ে মহকুমা শাসকের কাছে লিখিত আবেদন উপ-পুরপ্রধান-সহ তিন কাউন্সিলারের৷ ফলে, তৃণমূল পরিচালিত এই পুরসভায় পুরপ্রধানের বিরুদ্ধে বিদ্রোহ প্রকাশ ১৪ কাউন্সিলারের৷

শুক্রবার ১১ জন তৃণমূল কংগ্রেস কাউন্সিলার চেয়ারম্যান শংকর আঢ্যের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব চেয়ে মহকুমা শাসকের কাছে লিখিত আবেদন জানান৷ পরে বনগাঁ পুরসভার ভাইস চেয়ারম্যানসহ আরও ৩ জন কাউন্সিলার  চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন৷ মহকুমা শাসকের কাছে চিঠিও দেওয়া হয়৷ দলের অভ্যন্তরে এহেন ঘটনায় শাসকদল চরম অস্বস্তি পড়েছে৷ তবে, ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা হলেও এখনও পর্যন্ত কোনও রফাসূত্র বের হয়নি৷

লোকসভায় নির্বাচনে শোচনীয় ফল হয়েছে তৃণমূলের৷ বনগাঁ লোকসভা হাতছাড়া হয়েছে৷ মতুয়া ভোটও তৃণমূল ধরে রাখতে পারেনি এই কেন্দ্রে৷ বনগাঁর পরাজয়ের ক্ষতের মধ্যেই গোদের উপর বিষফোঁড়ার শাসক শিবিরে৷ নতুন করে তিন জন ফের একই আবেদন করায় সমস্যা আরও জটিল হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 6 =