প্যারিস: ২১ বছরের সম্পর্কে ইতি টেনে বার্সালোনা ছাড়লেন লিওনেল মেসি। কিন্তু এরপর কোন ক্লাবে খেলবেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার? কদিন আগেও আর্জেন্টিনীয় মহাতারকাকে চুক্তিপত্রে সই করানোর জন্য এগিয়ে ছিল ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার সিটি, চেলসি এবং ফ্রান্সের প্যারিস সান্ট জার্মেইন। কিন্তু বর্তমানে ফরাসী সংবাদমাধ্যমের খবর, লিও মেসিকে দুই বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে পিএসজি। মেসির তরফ থেকেও সেই প্রস্তাব ভেবে দেখা হয়েছে। বর্তমানে প্যারিসে পিএসজি-তে লিও মেসির মেডিক্যাল চেকআপ চলছে। তাই প্যারিস সান্ট জার্মেইনে মেসির চুক্তি স্বাক্ষরের সরকারি ঘোষণা কেবল সময়ের অপেক্ষা।
কিন্তু লিও মেসির ভক্তদের এখানে প্রশ্ন একটাই, বার্সালোনার সেই চিরাচরিত ১০ নম্বর জার্সি কি পিএসজি-তে পাবেন মেসি? উত্তর, সম্ভবত না। কারণ, পিএসজি-তে বর্তমানে ১০ নম্বর জার্সির মালিক মেসির বন্ধু তথা ব্রাজিলীয় তারকা নেইমার। কিন্তু মেসি-নেইমারের বন্ধুত্বের কথা ফুটবল বিশ্বের সকলেই জানেন। সেই বন্ধুত্বের সুবাদেই মেসিকে নিজের ১০ নম্বর জার্সি ছেড়ে দিতে চেয়েছেন নেইমার। ফরাসী সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই কথা মেসিকে সরাসরি জানিয়েছেন নেইমার। কিন্তু সূত্রে খবর, মেসি তাকে ধন্যবাদ জানিয়ে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তবে ফরাসী হেভিওয়েট ক্লাবে কত নম্বর জার্সি গায়ে উঠবে মেসির?
প্যারিসের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর জানাচ্ছে, পিএসজি-তে লিওনেল মেসি খেলতে পারেন ১৯ নম্বর জার্সি পরে। বার্সালোনাতেও একটা বড় সময় তিনি এই ১৯ নম্বর জার্সি পরে খেলেছিলেন মেসি। ২০০৫ সালে বার্সালোনার প্রথম দলে অভিষেকের সময় মেসির গায়ে ছিল ৩০ নম্বর জার্সি। ২০০৬ সালে ফার্নান্ডো নাভোরো বার্সা ছেড়ে দিলে তার ১৯ নম্বর জার্সি ওঠে মেসির গায়ে। সেই সময় ১০ নম্বর জার্সির মালিক ছিলেন রোনাল্ডিনহো। দীর্ঘ দুই বছর মেসি ১৯ নম্বর জার্সি পরে খেলেছিলেন। ২০০৮ সালে রোনাল্ডিনহো বার্সালোনা থেকে বেরিয়ে গেলে অবশেষে ১০ নম্বর জার্সি ওঠে লিও গায়ে। এবার পিএসজি-তে সেই পুরনো ১৯ নম্বর জার্সি পরেই মাঠে নামতে পারেন আর্জেন্টিনীয় মহাতারকা।