মুম্বই: বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মহারাষ্ট্রের আহমেদনগর হাসপাতালে। শেষ পাওয়া খবরে অনুযায়ী ১০ জন রোগীর মৃত্যু হয়েছে যারা সকলেই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। জানা গেছে এরা সকলেই করোনাভাইরাস আক্রান্ত রোগী। মর্মান্তিক এই দুর্ঘটনায় ইতিমধ্যেই মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে হাসপাতালে আগুন লাগে।
সূত্র মারফত জানা গিয়েছে, যে ওয়ার্ডে আগুন লেগেছিল সেখানে ভর্তি ছিলেন ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী। সেখানেই আচমকা আগুন লাগার ঘটনা ঘটেছে এবং মুহুর্তের মধ্যে তা কিছুটা ছড়িয়ে পড়ায় রোগীদের বের করে আনা সম্ভব হয়নি। ইতিমধ্যেই ১০ জন রোগীর মৃত্যু হয়েছে এবং বাকিদের ওই ওয়ার্ড থেকে বের করে আনা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। তাদেরকে হাসপাতালে অন্য করোনাভাইরাস ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এটা প্রাথমিক অনুমান হলেও এখনও ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। অনুমান করা হচ্ছে অন্য কোনও ভাবেও আগুন লাগতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও এই ঘটনায় টুইট করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তিনি টুইট করে লিখেছেন যে এই ঘটনায় যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। পাশাপাশি যারা আহত হয়েছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে যান এই কামনা করেছেন তিনি।
महाराष्ट्र के अहमदनगर के सिविल अस्पताल में आग लगने से हुई हृदयविदारक दुर्घटना से अत्यंत व्यथित हूँ। दुःख की इस घड़ी में मेरी संवेदनाएं शोक संतप्त परिवारों के साथ हैं व ईश्वर से घायलों के शीघ्र स्वस्थ होने की प्रार्थना करता हूँ।
— Amit Shah (@AmitShah) November 6, 2021
नगर येथे जिल्हा रूग्णालयात आयसीयू कक्षात लागलेल्या भीषण आगीची घटना अतिशय धक्कादायक आणि मनाला व्यथित करणारी आहे.
या घटनेत मृत्यू झालेल्यांच्या कुटुंबीयांसोबत माझ्या शोकसंवेदना आहेत. त्यांच्या दु:खात मी सहभागी आहे. जखमींना लवकर बरे वाटावे, अशी मी प्रार्थना करतो. #AhmednagarFire https://t.co/WEmRk4n18Y— Devendra Fadnavis (@Dev_Fadnavis) November 6, 2021