কথা শুনছে না পুলিশ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর চূড়ান্ত বার্তা

কলকাতা:তৃণমূলের রাজত্বে তৃণমূলেই কথা শুনছে না পুলিশ! সোমবার নবান্নে প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক শেষে রাজ্য পুলিশের একাংশের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানান, নীচুতলার পুলিশের একাংশ কথা শুনছে না৷ যাঁরা এমন করছেন, তাঁদেক বিরুদ্ধে ব্যববস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর৷ বলেন, ‘‘কয়েকটি জায়গায় বেশ কয়েকজন ওসি নির্দেশ পালন করছেন না৷ বেশ কয়েকটি জায়গায়

কথা শুনছে না পুলিশ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর চূড়ান্ত বার্তা

কলকাতা:তৃণমূলের রাজত্বে তৃণমূলেই কথা শুনছে না পুলিশ! সোমবার নবান্নে প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক শেষে রাজ্য পুলিশের একাংশের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানান, নীচুতলার পুলিশের একাংশ কথা শুনছে না৷ যাঁরা এমন করছেন, তাঁদেক বিরুদ্ধে ব্যববস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর৷

বলেন, ‘‘কয়েকটি জায়গায় বেশ কয়েকজন ওসি নির্দেশ পালন করছেন না৷ বেশ কয়েকটি জায়গায় আইসিরা নিজেদের দায়িত্ব পালন করছেন না৷ আমরা সব দেখছি৷ তবে, এইসব বেশি দিন চলবে না৷ দায়িত্ব পালন না করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷’’

নিজে পুলিশমন্ত্রী হয়ে তাঁর নিজের দপ্তরের কর্মীদের এহেন আচারণে রীতিমত ক্ষুব্ধ মমতা৷ গোটা ঘটনার পিছনে বিজেপির হাত থাকতে পারেব বলেও ইঙ্গিত দেন তিনি৷ বলেন, ‘‘বিজেপি রাজ্য সরকার ভাঙার চেষ্টা করছে৷ কিন্তু, ওরা যতই চেষ্টা করুক৷ দু’বছর পরেই নির্বাচন হবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =