‘রাজনৈতিক হিংসা নিয়ে অসত্য তথ্য দিচ্ছে রাজ্য’

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্দেশখালিকাণ্ড সহ রাজ্যের নানা জায়গায় নির্বাচন পরবর্তী রাজনৈতিক হিংসার পরিপ্রেক্ষিতে রাজ্যকে হুঁশিয়ারি চিঠি আগেই পাঠিয়ে কেন্দ্র৷ কেন্দ্রের হুঁশিয়ারির জবাবে রাজ্য প্রশাসনের পাল্টা চিঠি দিয়েছে৷ কিন্তু, তৃণমূল প্রশাসের পাঠানো তথ্য অসত্য বলে সরাসরি অভিযোগ করেছেন বাম পরিষদীয় দলনেতা তথা সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী৷ মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে সুজনবাবু সাংবাদিকদের বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের

‘রাজনৈতিক হিংসা নিয়ে অসত্য তথ্য দিচ্ছে রাজ্য’

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্দেশখালিকাণ্ড সহ রাজ্যের নানা জায়গায় নির্বাচন পরবর্তী রাজনৈতিক হিংসার পরিপ্রেক্ষিতে রাজ্যকে হুঁশিয়ারি চিঠি আগেই পাঠিয়ে কেন্দ্র৷ কেন্দ্রের হুঁশিয়ারির জবাবে রাজ্য প্রশাসনের পাল্টা চিঠি দিয়েছে৷ কিন্তু, তৃণমূল প্রশাসের পাঠানো তথ্য অসত্য বলে সরাসরি অভিযোগ করেছেন বাম পরিষদীয় দলনেতা তথা সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী৷

মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে সুজনবাবু সাংবাদিকদের বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের তলবি চিঠির জবাবে যে রিপোর্ট মুখ্যসচিব দিল্লিতে পাঠিয়েছেন, তা আদৌ সঠিক নয়৷ ওই জবাবি চিঠিতে মুখ্যসচিব বলেছেন, রাজ্যে হিংসার ঘটনায় রাজ্য প্রশাসন দ্রুত যথাযথ ব্যবস্থা নিচ্ছে৷ কার্যত এভাবেই অসত্য রিপোর্ট বা জবাব পাঠিয়েছেন বা পাঠাতে বাধ্য হয়েছেন মলয়বাবু৷ রাজ্য ও কেন্দ্র পারস্পরিকভাবে ভুল রিপোর্ট বা তথ্য পাঠাবে এটা গণতান্ত্রিক ব্যবস্থায় কখনওই কাম্য নয়৷ এরাজ্যে গণতান্ত্রিক পরিবেশ এই সরকারের আমলে কার্যত বিলীন হয়েছে৷ সর্বত্র পুলিশরাজ কায়েম করা হয়েছে৷ দিল্লির মসনদে ফের বসার সুবাদে তার সুযোগ নিতে আসরে নেমে পড়েছে অপর এক অগণতান্ত্রিক শক্তি বিজেপি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 7 =