নয়াদিল্লি: রাজ্যের নির্বাচন পরবর্তী হিংসা বিষয়ে বিস্তারিত রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জমা দিতে চলেছেন বিজেপির সংসদীয় প্রতিনিধি দল৷ ওই রিপোর্টে রাষ্ট্রপতি শাসনের দাবি করা হবে কি না, তা এখনও স্পষ্ট নয়৷
জানা গিয়েছে, তৃণমূল শাসনে বাংলায় কটি রাজনৈতিক হিংসা হয়েছে, তারও বিস্তারিত জানানো হবে বলে খবর৷ সম্প্রতি সন্দেশখালির ন্যাজাটে তৃণমূল-বিজেপির সংঘর্ষের ঘটনায় রাজ্য রাজনীতি বেশ তপ্ত৷ বাংলাজুড়ে তার রেশ এবার ছড়িয়ে পড়ার শহর কলকাতায়৷ ঘটনার পরেই অকুস্থলে গিয়েছে সংসদীয় প্রতিনিধি দল৷ দলীয় সূত্রের খবর, ঘটনাস্থল পরিদর্শনের পর খুব শীঘ্রই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ওই মর্মেই রিপোর্ট পেশ করা হবে বলে জানা গিয়েছে৷ আগামী ১৩ জুন দিল্লিতে দলের পদাধিকারীদের বৈঠক রয়েছে৷ মনে করা হচ্ছে, ওই বৈঠকে রিপোর্ট জমা পড়তে পারে৷