মাঝ আকাশে অসুস্থ যাত্রীর প্রাণ বাঁচালেন মন্ত্রী, প্রশংসায় পঞ্চমুখ মোদী

মাঝ আকাশে অসুস্থ যাত্রীর প্রাণ বাঁচালেন মন্ত্রী, প্রশংসায় পঞ্চমুখ মোদী

নয়াদিল্লি: দিল্লি থেকে মুম্বইগামী ইন্ডিগোর বিমান তখন মাঝ আকাশে৷ হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী৷ ওই বিমানে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভাগবত কারাডও৷ সহযাত্রীর চিকিৎসা করতে এগিয়ে এলেন তিনি৷ তাঁর এই কাজে প্রশংসায় পঞ্চমুখ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ইন্ডিগোর টুইট শেয়ার করে ভাগবতের তারিফ করলেন নমো৷

আরও পড়ুন- এবার থেকে দিনে ছ’ঘণ্টা অফিস! ‘২৫/২৫ মডেল’ রতন টাটার সংস্থায়

মন্ত্রী হওয়ার পাশাপাশি ভাগবত কারাড কিন্তু একজন চিকিৎসকও৷ মঙ্গলবার মুম্বইগামী বিমানে যহযাত্রীকে অসুস্থ হতে দেখেই এগিয়ে আসেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী৷ তিনিই চিকিৎসা করেন ওই অসুস্থ যাত্রীর৷ বিমানের সেই ছবি শেয়ার করেছে সংবাদ সংস্থা এএনআই৷ সেখানে দেখা গিয়েছে, বিমানের আসনে শুয়ে আছেন অসুস্থ যাত্রী৷ তাঁর পাশে দাঁড়িয়ে চিকিৎসা করছেন ভাগবত৷ পরীক্ষা করার পর ভাগবত জানান, ওই ব্যক্তির রক্তচাপ অত্যন্ত বেড়ে গিয়েছিল৷ সেই কারণেই উনি প্রচণ্ড ঘামছিলেন৷ তবে এখন ঠিক আছেন৷ তাঁর পরামর্শ মতোই ওই যাত্রীকে বিমান থেকে গ্লুকোজ খাওয়ানো হয়৷ এর পরেই সুস্থ বোধ করেন তিনি৷ 

ইন্ডিগো তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে গোটা ঘটনার কথা উল্লেখ করে ধন্যবাদ জানিয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে। সেই টুইট শেয়ার করেছেন প্রধানমন্ত্রী৷ তিনি লিখেছেন, ‘তিনি মন থেকে  সর্বদাই একজন চিকিৎসক। দারুণ কাজ করেছেন আমার সহকর্মী।’   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + five =