আজ তৃণমূল-বিজেপিকে এক টেবিলে বসাবেন রাজ্যপাল, কাটবে জট?

কলকাতা : হিংসা, অশান্তির পরিবেশ অব্যাহত বাংলায়৷ এই পরিস্থিতি মোকাবিলায় আসরে নামলেন খোদ রাজ্যপাল৷ আজ বৃহস্পতিবার রাজভবনে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর ডাকা বৈঠকে অংশ নিচ্ছে তৃণমূল-বিজেপি৷ বামেরা যাবে বলে খবর৷ কংগ্রেস তাদের মতামত জানাতে পারেনি৷ ৪ দলকে ডাকা হলেও আজ মূলত তৃণমূল-বিজেপিকে একমঞ্চে বসিয়ে শান্তির বার্তা দিতে পারেন রাজ্যপাল৷ রাজভবন সূত্রে খবর, তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ

আজ তৃণমূল-বিজেপিকে এক টেবিলে বসাবেন রাজ্যপাল, কাটবে জট?

কলকাতা : হিংসা, অশান্তির পরিবেশ অব্যাহত বাংলায়৷ এই পরিস্থিতি মোকাবিলায় আসরে নামলেন খোদ রাজ্যপাল৷ আজ বৃহস্পতিবার রাজভবনে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর ডাকা বৈঠকে অংশ নিচ্ছে তৃণমূল-বিজেপি৷ বামেরা যাবে বলে খবর৷ কংগ্রেস তাদের মতামত জানাতে পারেনি৷ ৪ দলকে ডাকা হলেও আজ মূলত তৃণমূল-বিজেপিকে একমঞ্চে বসিয়ে শান্তির বার্তা দিতে পারেন রাজ্যপাল৷

রাজভবন সূত্রে খবর, তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রকে আমন্ত্রণ পাঠানো হয়েছে৷ আজ বিকেল ৪টের সময় এই বৈঠক হওয়ার কথা৷

বুধবার সাংবাদিক বৈঠক করে তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিয়েছেন রাজ্যপালের আমন্ত্রণের প্রসঙ্গ৷ তিনি জানান, রাজ্যপাল আমাদের ডেকেছেন আলোচনায়৷ আমাদের প্রতিনিধি নিশ্চয়ই যাবেন৷

ভোট পরবর্তী হিংসা কিছুতেই থামছে না৷ সৌজন্যে সেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ৷ এই নিয়ে সোমবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে ৪০ মিনিট, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ২০ মিনিট বৈঠক করে নিজের রিপোর্ট দিয়ে এসেছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী৷ এর পরই বাংলার প্রধান রাজনৈতিক দলের শীর্ষনেতাকে আলোচনায় বসার ডাক রাজ্যপালের৷ বৈঠক থেকে আদৌ মিলবে সমাধান? শান্তি খুঁজছে বাংলার আমজনতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 8 =