স্বাভাবিক হচ্ছে পরিষেবা, জারি বিক্ষোভ! চিকিৎসক পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের ৩টি মামলা

কলকাতা: ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে বাংলার স্বাস্থ্য পরিষেবা৷ খুলছে আউটডোর৷ জরুরি বিভাগ খোলা হয়েছে৷ চিকিৎসা পরিষেবা ধীর গতিতে পরিষেবা ফিরিয়ে আনার চেষ্টা শুরু হলেও নিজেদের দাবি-দাওয়া নিয়ে আজও জুনিয়র ডাক্তাররা তাঁদের কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন৷ অচলাবস্থা কাটাতে বুধবার স্বাস্থ্যভবনে উচ্চপর্যায়ের বৈঠক করেন স্বাস্থ্যসচিব রাজীব সিনহা৷ বিবৃতিতে দিয়ে এনআরএসের ঘটনায় দুর্ভাগ্যজনক বলেও জানান তিনি৷ মুখ্যমন্ত্রী

a8092c9ff08dd55a9759ed6dd5447f79

স্বাভাবিক হচ্ছে পরিষেবা, জারি বিক্ষোভ! চিকিৎসক পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের ৩টি মামলা

কলকাতা: ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে বাংলার স্বাস্থ্য পরিষেবা৷ খুলছে আউটডোর৷ জরুরি বিভাগ খোলা হয়েছে৷ চিকিৎসা পরিষেবা ধীর গতিতে পরিষেবা ফিরিয়ে আনার চেষ্টা শুরু হলেও নিজেদের দাবি-দাওয়া নিয়ে আজও জুনিয়র ডাক্তাররা তাঁদের কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন৷

স্বাভাবিক হচ্ছে পরিষেবা, জারি বিক্ষোভ! চিকিৎসক পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের ৩টি মামলাঅচলাবস্থা কাটাতে বুধবার স্বাস্থ্যভবনে উচ্চপর্যায়ের বৈঠক করেন স্বাস্থ্যসচিব রাজীব সিনহা৷ বিবৃতিতে দিয়ে এনআরএসের ঘটনায় দুর্ভাগ্যজনক বলেও জানান তিনি৷ মুখ্যমন্ত্রী নিজে তদন্তের গতিপ্রকৃতিতে কড়া নজর রাখছেন বলেও জানান তিনি৷ জুনিয়র ডাক্তাররা আন্দোলন প্রত্যাহার করার আর্জিও জানান তিনি৷ কিন্তু, আন্দোলনরত চিকিৎসকরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া তাঁরা তাঁদের অবস্থান থেকে পিছু হটবেন না৷ নিজেদের অবস্থানে অনড় থাকলেও আজ থেকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মেডিক্যাল কলেজের পরিষেবা৷ অন্যদিকে, এনআরএসকাণ্ড ঘটনায় আহত জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি অনেকটাই ভাল বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে৷ সবকিছু ঠিকঠাক থাকলে আজই তাঁকে সাধারণ বের্ডে তুলে দেওয়া হবে৷

অন্যদিকে, এনআরএসকাণ্ডে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা দায়ের হয়েছে এন্টালি থানায়৷ প্রথম মামলাটি করেছেন মৃত রোগী মহম্মদ সাদিকের পরিবার৷ দ্বিতীয় মামলাটি করেছেন মৃতের এক প্রতিবেশী৷ তিনি নিজেকে আক্রান্ত হবে দাবি করেছেন৷ তৃতীয় মামলাটি দায়ের করেছেন এক চিত্র সাংবাদিক৷ তাঁর ক্যামেরা ভেঙে দেওয়ার অভিযোগ জানিয়েছেন তিনি৷ এনআরএসকাণ্ডের তদন্তে বিশেষ তদন্তকারী দল তৈরি করেছে লালবাজার৷ এখনও পর্যন্ত ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *