কলকাতা: ফের রণক্ষেত্র এনআরএস হাসপাতাল৷ পারিষেবা চালুর দাবিতে উত্তেজনা৷ জুনিয়র ডাক্তারদের সঙ্গে বহিরাগতদের হাতাহাতি৷ এনআরএসের গেট ঘিরে বহিরাগতদের বিক্ষোভ৷ জুনিয়র ডাক্তারদের উপর হামলার চেষ্টা করা হয় বলেও অভিযোগ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে বিলাশ পুলিশবাহিনী৷ বন্ধ করে দেওয়া হয় হাসপাতালের সমস্ত গেট৷
জানা গিয়েছে, এদিন বিকালে NRS-এ পারিষেবা চালুর দাবিতে একটি গোষ্ঠী মিছিল করে হাসপাতালে ঢোকার চেষ্টার করে৷ জুনিয়র ডাক্তারদের লক্ষ্য করে গালিগালাজ করা হয় বলেও অভিযোগ৷ পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে৷ জুনিয়র ডাক্তারদের সঙ্গে হাতাহাতি শুরু হয়ে যায় বহিরাগতদের৷ পরে কোনওক্রমে বহিরাগতদের গেটের বাইরে নিয়ে যায় পুলিশ৷ কীভাবে হাসপাতালের ভিরতে ঢুকল বহিরাগতরা? পুলিশ কী করছিল? এই প্রশ্ন তুলে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন জুনিয়র ডাক্তাররা৷
অন্যদিকে, আরজিকর হাসপাতালের সমস্ত গেট বন্ধ করলেন আন্দোলনকারীরা৷ জরুরি বিভাগ চালু করার বিষয়ে কর্তৃপক্ষের তরফে বৈঠক ডাক হলেও কোনও চিকিৎসকই তা চালু করতে রাজি হননি বলে খবর৷ চিকিৎসক না থাকায় ইন্ডোর বিভাগেও অচলাবস্থা৷