বাংলায় সিংসা রুখতে ৪ দলের বৈঠকে কী বার্তা দিলেন রাজ্যপাল?

কলকাতা: ভোট পরবর্তী সিংসা রুখতে রাজ্যপালের ডাকা চার দলের বৈঠক শেষ৷ বৈঠক শেষে বাংলার পরিস্থিতি নিয়ে একযোগে তৃণমূলকে আক্রমণ বিজেপি-বাম-কংগ্রেসের৷ বাংলায় গণতন্ত্র নেই, শান্তি নেই, দাবি বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের৷ বাংলায় শান্তি রক্ষার দায় রাজ্য সরকারের, দাবি বাম নেতা মহম্ম সেলিমের৷ বাংলার পরিস্থিতি উদ্বেগজন, দাবি জানালেন কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের৷ বাম-কংগ্রসে ও বিজেপির অভিযোগ শেনার

df38481503edee221aa58b544a635419

বাংলায় সিংসা রুখতে ৪ দলের বৈঠকে কী বার্তা দিলেন রাজ্যপাল?

কলকাতা: ভোট পরবর্তী সিংসা রুখতে রাজ্যপালের ডাকা চার দলের বৈঠক শেষ৷ বৈঠক শেষে বাংলার পরিস্থিতি নিয়ে একযোগে তৃণমূলকে আক্রমণ বিজেপি-বাম-কংগ্রেসের৷ বাংলায় গণতন্ত্র নেই, শান্তি নেই, দাবি বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের৷ বাংলায় শান্তি রক্ষার দায় রাজ্য সরকারের, দাবি বাম নেতা মহম্ম সেলিমের৷ বাংলার পরিস্থিতি উদ্বেগজন, দাবি জানালেন কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের৷

বাম-কংগ্রসে ও বিজেপির অভিযোগ শেনার পর রাজ্যে সম্প্রীতি বজায় রাখার বার্তা রাজ্যপালের৷ বাংলা পরিস্থিতি নিয়ে আগে থেকে ব্যবস্থা নিতে পারলে এড়ানো যেত এই পরিস্থিতি, চার দলের বৈঠকে বার্তা রাজ্যপালেন৷ এদিনের এই বৈঠকে এখনও পর্যন্ত তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *