NRS-কাণ্ডে সুর নরম মমতার, দিলেন ফেসবুক বার্তা

কলকাতা: SSKM হাসপাতালে দাঁড়িয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে কাজে ফেরার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর দেওয়া চার ঘণ্টা সময়সীমা পেরিয়ে গেলেও অব্যাহত জুনিয়র ডাক্তারদের আন্দোলন৷ দুপুরে কড়া ভাষায় হুঁশিয়ারি দেওয়ার পর বিকেলে কিছুটা হলেও সুর নরম করলেন মুখ্যমন্ত্রী৷ অবিলম্বে চিকিৎসা পরিষেবা চালু করার অর্জি জানিয়ে স্যোশাল নেটওয়ার্কে বার্তা পাঠালেন রাজ্যের

NRS-কাণ্ডে সুর নরম মমতার, দিলেন ফেসবুক বার্তা

কলকাতা: SSKM হাসপাতালে দাঁড়িয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে কাজে ফেরার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর দেওয়া চার ঘণ্টা সময়সীমা পেরিয়ে গেলেও অব্যাহত জুনিয়র ডাক্তারদের আন্দোলন৷ দুপুরে কড়া ভাষায় হুঁশিয়ারি দেওয়ার পর বিকেলে কিছুটা হলেও সুর নরম করলেন মুখ্যমন্ত্রী৷ অবিলম্বে চিকিৎসা পরিষেবা চালু করার অর্জি জানিয়ে স্যোশাল নেটওয়ার্কে বার্তা পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

স্যোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখেছেন, গত তিনদিন আগে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে কলকাতার এনআরএস হাসপাতালে৷ ওই ঘটনার পরপরই আমি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে খোঁজ-খবর নিতে পাঠাই৷ তিনি সেখানে গিয়ে আহত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন৷ আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গেও কথা বলেন৷ তাঁদের আন্দোলন প্রত্যাহারের আর্জি জানান৷ রোগীরা যাতে চিকিৎসার সুযোগ পান, তার আবেদনও জানানো হয়৷ পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতার পুলিশ সমিশনারকেও বিষয়টি তদন্তের জন্য বলা হয়৷ এই ঘটনায় পুলিশ পাঁঁচ জনকে গ্রেপ্তারও করেছে৷ ধৃতদের জামিনের আবেদনও খারিজ হয়ে গিয়েছে আদালতে৷ আমাদের মা-মাটির সরকার আহত চিকিৎসকদের পাশে সর্বদা পাশে আছে৷ এই ঘটনায় প্রকৃত তদন্তের জন্য সবরকম পদক্ষেপ দেওয়া হয়েছে রাজ্যের তরফে৷ সকলকে আমার অনুরোধ, কোনও রাজনৈতিক দলের প্ররোচনায় পা দেবেন না৷ আজ যখন আজ  এসএসকেএম হাসপাতালে যায়, তখন সেখানে বহিরাগতদের কোনও একটি রাজনৈতিক দলের হয়ে স্লোগান দিচ্ছিল৷ জরুরি বিভাগ থেকে আউটডোর বন্ধ থাকায় রোগীর পরিজনেদের কান্নার আওয়াজও শোনা গিয়েছে৷ কয়েকজনকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ যত শীঘ্র সম্ভব চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করে আনা আমাদের এখন একমাত্র লক্ষ্য৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =