বাংলায় শান্তি ফিরবে কীভাবে? কী বার্তা রাজ্যপালের?

কলকাতা : রাজ্যে শান্তির বাতাবরণ ফেরাতে এবার বার্তা দিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী৷ রাজ্যের শান্তি ফেরাতে তৃণমূলকে ব্যবস্থা নেওয়ার আর্জি৷ শান্তি রক্ষায় সমস্ত রাজনৈতিক দলকে এগিয়ে আসার বার্তা রাজ্যপালেন৷ চার দলের বৈঠক থেকে বাংলায় সম্প্রীতি বজায় রাখার আবেদন রাজ্যপালের৷ বৃহস্পতিবার রাজভবনে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করলেন বাম-কংগ্রেস-বিজেপি-তৃণমূল৷ তৃণমূলের তরফে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সিপিএমের

04b149edd0163fd316aad6539cae775e

বাংলায় শান্তি ফিরবে কীভাবে? কী বার্তা রাজ্যপালের?

কলকাতা : রাজ্যে শান্তির বাতাবরণ ফেরাতে এবার বার্তা দিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী৷ রাজ্যের শান্তি ফেরাতে তৃণমূলকে ব্যবস্থা নেওয়ার আর্জি৷ শান্তি রক্ষায় সমস্ত রাজনৈতিক দলকে এগিয়ে আসার বার্তা রাজ্যপালেন৷ চার দলের বৈঠক থেকে বাংলায় সম্প্রীতি বজায় রাখার আবেদন রাজ্যপালের৷

বৃহস্পতিবার রাজভবনে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করলেন বাম-কংগ্রেস-বিজেপি-তৃণমূল৷ তৃণমূলের তরফে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সিপিএমের মহম্মদ সেলিম ও বিজেপির জয়প্রকাশ মজুমদার , কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বৈঠকে অংশ নেন৷ বৈঠক শেষে মহম্মদ সেলিম বলেন, ‘‘রাজ্যে যাতে সাম্প্রদায়িক বাতাবরণ নষ্ট না হয় তা ব্যবস্থা নিতে রাজ্যপালকে অনুরোধ করেছি৷’’ জয়প্রকাশ মজুমদারের দাবি, ‘‘রাজ্যপালের এই বৈঠকই প্রমাণ করে এখানে শান্তি নেই৷’’ বাংলায় অশান্তি রুখতে ব্যবস্থা নেওয়ার দাবি জানান সোমেন মিত্র৷ এদিন কোনও প্রতিক্রিয়া দেননি পার্থবাবু৷ এদিন সব রাজনৈতিক দল বাংলায় শান্তি বজায় রাখার আবেদন করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *