NRS-কাণ্ডে দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেবের, তৃণমূলের অন্দরে ঝড়!

কলকাতা: SSKM হাসপাতালে দাঁড়িয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে কাজে ফেরার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর দেওয়া চূড়ান্ত সময়সীমা পেরিয়ে গেলেও অব্যাহত চিকিৎক বিদ্রোহ৷ গোটা দেশজুড়ে ইতিমধ্যেই এনআরএস কাণ্ডের প্রতিবাদ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে৷ এবার খোদ তৃণমূলের অন্তরেও ছড়িয়ে পড়েছে এনআরএস কাণ্ডের প্রতিবাদ৷ তৃণমূলের ২ সাংসদ থেকে শুরু করে ফিরহাদ কন্যা

1bef8bc45fcdbf0e63ccbbd6ee23285d

NRS-কাণ্ডে দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেবের, তৃণমূলের অন্দরে ঝড়!

কলকাতা: SSKM হাসপাতালে দাঁড়িয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে কাজে ফেরার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর দেওয়া চূড়ান্ত সময়সীমা পেরিয়ে গেলেও অব্যাহত চিকিৎক বিদ্রোহ৷ গোটা দেশজুড়ে ইতিমধ্যেই এনআরএস কাণ্ডের প্রতিবাদ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে৷ এবার খোদ তৃণমূলের অন্তরেও ছড়িয়ে পড়েছে এনআরএস কাণ্ডের প্রতিবাদ৷ তৃণমূলের ২ সাংসদ থেকে শুরু করে ফিরহাদ কন্যা শাবা জানিয়েছেন তাঁদের প্রতিবাদ৷ প্রতিবাদ জানিয়েছেন কৌশিক-অপর্ণারাও৷

আজ শুক্রবার ফেসবুক পোস্টে এনআরএস কাণ্ডের প্রতিবাদ জানিয়ে কার্যত দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন অভিনেতা তথা সাংসদ দেব৷ লেখেন, ‘‘যাঁরা আমাদের প্রাণ বাঁচান, তাঁরা কেন বারবার মার খাবেন? তাঁদের সুরক্ষার দায়িত্ব আমাদের৷ আবার তারই সঙ্গে লক্ষ লক্ষ অসুস্থ মানুষ ডাক্তারবাবুদের দিকে তাকিয়ে, আপনারা পাশে না দাঁড়ালে তারা অসহায়। সবার শুভবুদ্ধি ফিরে আসুক, সমস্যার সমাধান চাই।’’

NRS-কাণ্ডে দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেবের, তৃণমূলের অন্দরে ঝড়!

এনআরএসর কাণ্ডের প্রতিবাদে আজ জুনিয়ার চিকিৎসকদের পাশে দাঁড়ান কৌশিক সেন থেকে শুরু করে অপর্ণা সেনা৷ চিকিৎসকদেক আন্দোলনকে সমর্থন বুদ্ধিজীবীদের একাংশের৷ আজ দুপুরে এনআরএসে গিয়ে চিকিৎসক পাশে দাঁড়ি রাজ্যের ভূমিকা নিয়ে সমালোচনা করেন কৌশিক-অপর্ণা৷

NRS-কাণ্ডে দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেবের, তৃণমূলের অন্দরে ঝড়!এদিন কৌশিক সেন বলেন, ‘‘আজ দেখছি, খেলা মেলার জন্য টাকা দেওয়া হচ্ছে৷ ক্লাবকে টাকা দেওয়ার টাকা আছে, কিন্তু, স্বাস্ব্য খাতে কেন বরাদ্দ হচ্ছে না? কেন তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে না৷’’ অপর্ণা সেন বলেন, ‘‘আমার একটাই অনুরোধ, মুখ্যমন্ত্রী আপনি এনআরএসে এসে এদের সঙ্গে কথা বলুন৷ এতে সমস্যাটা কোথায়? আপনিতো এঁদের অভিভাবক৷ সমস্যা সমাধান না করে হুঁমকি দেওয়াটা কি হচ্ছে? এরা যদি রাজ্য ছেড়ে চলে যান, তাহলে কি ভাল হবে?’’

এনআরএসকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে তৃণমূল নেতাদের নিষ্ক্রিয়তা ও নীরবতায় লজ্জিত হওয়ার মন্তব্যও করেছেন  ফিরহাদ হাকিমের মেয়ে ডঃ শাবা হাকিম৷ মুখ্যমন্ত্রীর স্নেহধন্য ফিরহাদ হাকিমের কন্যা পেশায় চিকিৎসক৷ শাবা নিজের ফেসবুক পেজে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে লম্বা পোস্ট লেখেন৷

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী এসএসকেমে গিয়ে হুঁশিয়ারি দেন, আন্দোলন না তুললে হোস্টেল ছাড়তে হবে জুনিয়র চিকিৎসকদের৷ এর পরে নিজের ফেসবুকে একটি পোস্ট করেন শাবা৷ লেখেন, ‘‘যদি তোমরা কেউ নিজেকে নিরাপদ নয় বোঝো, তাহলে কেপিসি-তে চলে এস৷’’

ইতিমধ্যেই এনআরএসে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে বিবৃতি দিয়েছে আইএমএ৷ শুক্রবার দেশজুড়ে কালো ব্যাজ পড়ে প্রতিবাদ জানাবেন ডাক্তাররা৷ আইএমএর এই সংক্রান্ত বিবৃতিতে সই করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের৷

NRS-কাণ্ডে দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেবের, তৃণমূলের অন্দরে ঝড়!

অন্যদিকে, এনআরএস-কাণ্ডে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন ফিরহাদ হামিকের মেয়ে শাবা হাকিম৷ তৃণমূল সমর্থক হিসেবে নেতাদের নিষ্ক্রিয়তা ও নীরবতায় তিনি লজ্জিত বলে ফেসবুকে পোস্ট করেছেন মেয়ক কন্যা৷

NRS-কাণ্ডে দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেবের, তৃণমূলের অন্দরে ঝড়!ফিরহাদ হামিকের মেয়ে শাবা হাকিম লেখেন, ‘‘এই লেখা তাঁদের জন্য যাঁরা জানেন না, সরকারি ও অধিকাংশ বেসরকারি হাসপাতালের আউটডোর যে সমস্ত চিকিৎসকারা বয়কট করেছেন, তাঁরা জরুরি বিভাগে কাজ করে যাচ্ছেন৷ অন্য পেশার মতো আমরা কাজ না করার সিদ্ধান্ত নিতে পারি না, কারণ আমাদের মনুষ্যত্ব রয়েছে৷ বনধের দিন যত কঠিন পরিস্থিতিই হোক না কেন একজন বাস অথবা ট্যাক্সিচালক কিন্তু, অনায়াসে বলেন, তিনি যাবেন না৷ যাঁরা এখনও প্রশ্ন করছেন, অন্য রোগীরা কী দোষ করেছে? তাঁদের বলি সরকারকে প্রশ্ন করুন কেন সরকারি হাসপাতালের নিরারপত্তার দায়িত্বে থাকা পুলিশ অফিসাররা চিকিৎসকদের জন্য কিছু করেন না? যখন ২ ট্রাকভর্তি গুন্ডারা এসে চড়াও হল, তখন কেন অতিরিক্ত পুলিশ পাঠানো হয়নি? প্রশ্ন করুন, এখনও কী করে হাসপাতালের চারপাশে গুন্ডারা ঘুরছে বেড়াচ্ছে, চিকিৎসকদের মারধর করছে? আমাদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে৷ আমাদের কর্মস্থলে নিরাপত্তা দাবি করার অধিকার রয়েছে৷ একজন তৃণমূল সমর্থক হিসাবে আমি দলীয় নেতাদের নিষ্কিয়তা ও নীরবতায় গভীরভাবে লজ্জিত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *