NRS-কাণ্ডের প্রতিবাদ, রাজ্যে গণ-ইস্তফা ১৬৭ জন চিকিৎসকের!

কলকাতা: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, রাজ্যপালের আর্জির পর আজও স্বাভাবিক হল না স্বাস্থ্য পরিষেবা৷ কর্মবিরতিতে অনড় জুনিয়র ডাক্তাররা৷ আজ সকাল থেকে এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগ চালু হলেও বন্ধ আউটডোর৷ এনআরএসেও একই পরিস্থিতি৷ এনআরএসের গেট আগলে রখেছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা৷ রাজ্যের উপর চাপ বাড়িয়ে এবার গণ-ইস্তফা বাংলার চিকিৎসকদের৷ জানা গিয়েছে, আজ আর জি কর হাসপাতালে নতুন করে ৮০

6fea601c57ae413103dffc4bb77b96f6

NRS-কাণ্ডের প্রতিবাদ, রাজ্যে গণ-ইস্তফা ১৬৭ জন চিকিৎসকের!

কলকাতা: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, রাজ্যপালের আর্জির পর আজও স্বাভাবিক হল না স্বাস্থ্য পরিষেবা৷ কর্মবিরতিতে অনড় জুনিয়র ডাক্তাররা৷ আজ সকাল থেকে এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগ চালু হলেও বন্ধ আউটডোর৷ এনআরএসেও একই পরিস্থিতি৷ এনআরএসের গেট আগলে রখেছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা৷ রাজ্যের উপর চাপ বাড়িয়ে এবার গণ-ইস্তফা বাংলার চিকিৎসকদের৷ জানা গিয়েছে, আজ আর জি কর হাসপাতালে নতুন করে ৮০ চিকিৎসক গণ-ইস্তফাপত্রে স্বাক্ষর করেছেন দিয়েছে৷ বর্তমান পরিস্থিতিতে তাঁরা পরিষেবা দেব না বলে জানিয়েছেন৷ বিভাগীয় প্রধানের কাছে জমা পড়েছে ইস্তফা৷

এনআরএস কাণ্ডের প্রতিবাদে ডাক্তারদের গণইস্তফার পর্ব আগেই শুরু হয়ে গিয়েছে৷ এনআরএস হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট ও ভাইস প্রিন্সিপাল সৌরভ চট্টোপাধ্যয় ও প্রিন্সিপাল শৈবাল মুখোপাধ্যায় বৃহস্পতিবার রাতেই  পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন স্বাস্থ্যভবনে৷ পদত্যাগপত্রে তাঁরা জানিয়েছে, সরকারের দেওয়া দায়িত্ব পালন করতে তাঁরা ব্যর্থ৷ তাই এই সিদ্ধান্ত৷

শোনা যাচ্ছে, আজ এনআরএস হাসপাতাল থেকে আরও ১৬ জন সিনিয়র চিকিৎসক ইস্তফা দিতে চলেছেন৷ তবে তা এখনও চূড়ান্ত কিছু জানানো হয়নি৷ গণ ইস্তফার পথে হাঁটতে পারেন আলিপুরদুয়ারের জেলা হাসাপাতালের চিকিৎসকরাও৷ সিউড়ি হাসপাতালে ৪৬ জন চিকিৎসক ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন৷ সাগর দত্ত হাসপাতালেও ২০ জন ডাক্তারের গণইস্তফা দিয়েছেন৷ উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজে অধ্যক্ষ সহ পাঁচ চিকিৎসক ইস্তফা দিয়েছেন৷ এই নিয়ে বাংলাজুড়ে ১৬৭ জন চিকিৎসক গণ-ইস্তফা দিয়েছেন বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *