দৈনিক আক্রান্তের থেকে সুস্থ অনেক বেশি! কোভিড গ্রাফে বিপুল স্বস্তি দেশে

দৈনিক আক্রান্তের থেকে সুস্থ অনেক বেশি! কোভিড গ্রাফে বিপুল স্বস্তি দেশে

নয়াদিল্লি: বিগত কয়েক দিনের তুলনায় আজ দেশের করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা অনেক কম যা বিরাট স্বস্তি দিচ্ছে দেশবাসীকে। সোমবারের তুলনায়ও আজ আক্রান্তের সংখ্যা কমে গিয়েছে। এই পরিস্থিতিতে আরো বেশি টিকাকরণের জোর দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের অনুমান ছিল যে শীত পড়ার সঙ্গে সঙ্গে হয়তো আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাবে কিন্তু আপাতত সেটা না হওয়ায় তারাও আশ্বস্ত। তবে এখনই অসচেতন হলে চলবে না সেটাও স্পষ্ট করে দিচ্ছেন তারা।

শেষ পাওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৭৯ জন এবং এই একই সময়ে মৃত্যু হয়েছে ২৩৬ জনের। সবথেকে স্বস্তির বিষয় যে দৈনিক আক্রান্তের তুলনায় আজ সুস্থতার সংখ্যা অনেক বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থের সংখ্যা ১২ হাজার ২০২ জন। আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা গত ৫৪৩ দিনে সবথেকে কম বলেই জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। অন্যদিকে আজ দেশের অ্যাক্টিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ১৩ হাজার ৫৮৪, যা বিগত ৫৩৬ দিনের সব থেকে কম। এদিকে দেশের মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৪৫ লক্ষ ২৬ হাজার ৪৮০ জন। তবে দেশের পরিসংখ্যানে সবথেকে বেশি চিন্তা বানাচ্ছে কেরলের করোনাভাইরাস তথ্য। জানা গিয়েছে এই একই সময়ের মধ্যে সেখানে ভাইরাস আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৯৮ জন, অর্থাৎ দেশের আক্রান্তের অধিকাংশই এই রাজ্যের। পাশাপাশি সেখানে মৃত্যু হয়েছে ৭৫ জনের। তবে কেরলে একই সময়ে সুস্থের সংখ্যা ৭ হাজার ৫১৫ জন।

এদিকে করোনাভাইরাস ভ্যাকসিনের বুস্টার ডোজ নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে দেশে। বিশ্বের অন্য কয়েকটি দেশে ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে বুস্টার কিন্তু ভারতে এখনো পর্যন্ত সেটার প্রয়োজনীয়তা নিয়ে বলেই জানাচ্ছে আইসিএমআর। তাদের বক্তব্য, ভ্যাকসিনের দুটি ডোজই আপাতত সংক্রমণ আটকাতে যথেষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =