NRS-কাণ্ডে এবার কী লিখলেন অভিনেতা প্রসেনজিৎ?

কলকাতা: জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে মিছিলে হেঁটেছেন অপর্ণা সেন৷ মেডিক্যাল পড়ুয়াদের ধর্নামঞ্চে গিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন কৌশিক সেন থেকে শুরু করে অনুপম, রূপম৷ এবার জুনিয়র ডাক্তারদের সমর্থন জানালেন টলিপাড়ার অধিকাংশ তারকা৷ এবার মেডিক্যাল পড়ুয়াদের পাশে দাঁড়ালেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ টুইট করে অভিনেতা প্রসেনজিৎ লিখেছেন, ‘‘রোগীদের প্রান বাঁচানো যেমন ডাক্তারদের কর্তব্য ঠিক তেমনই আমাদের সকলের

NRS-কাণ্ডে এবার কী লিখলেন অভিনেতা প্রসেনজিৎ?

কলকাতা: জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে মিছিলে হেঁটেছেন অপর্ণা সেন৷ মেডিক্যাল পড়ুয়াদের ধর্নামঞ্চে গিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন কৌশিক সেন থেকে শুরু করে অনুপম, রূপম৷ এবার জুনিয়র ডাক্তারদের সমর্থন জানালেন টলিপাড়ার অধিকাংশ তারকা৷ এবার মেডিক্যাল পড়ুয়াদের পাশে দাঁড়ালেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷

টুইট করে অভিনেতা প্রসেনজিৎ লিখেছেন, ‘‘রোগীদের প্রান বাঁচানো যেমন ডাক্তারদের কর্তব্য ঠিক তেমনই আমাদের সকলের কর্তব্য এই অব্যবস্থার বিরুদ্ধে তাদের সকলের পাশে দাঁড়ানো। আমি চাই সুস্হ স্বাস্হ্য পরিষেবা তাড়াতাড়ি ফিরে আসুক। হিংসা নয় আমার কলকাতা শান্তির শহর। সবাই মিলে আমরা মানুষের পাশে দাঁড়াই আর রক্ষা করি তাদের প্রান।’’

টলিপাড়ার অভিনেতা থেকে অভিনেত্রী কিংবা পরিচালক থেকে নাট্যকার প্রত্যেকেই চাইছেন সরকার অবিলম্বে ব্যবস্থা নিক৷ পাশাপাশি তাঁরা চাইছেন পরিবহ মুখোপাধ্যায় দ্রুত সুস্থ হয়ে উঠুক৷ ফিরুক কাজে৷ অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় লিখেছেন, নাগরিক হিসেবে লজ্জা লাগছে৷ কার হয়ে জানি না, তবুও আমরা ক্ষমাপার্থী৷’ স্বস্তিকা মুখোপাধ্যায় ডাক্তারদের আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছেন৷ লেখেন, ‘‘এনআরএস হাসপাতালে হিংসার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ডাক্তারদের ডাকা স্ট্রাইককে আমার পূর্ণ সমর্থন৷’’ একইভাবে সাংসদ তথা অভিনেতা দেব থেকে শুরু করে ঋদ্ধি সেন, কমলেশ্বর মুখোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্তের মতো সিনেমা জগতের জনপ্রিয় মুখ এই অন্দোলনকে সমর্থন করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 6 =