ত্রিপুরা পুরভোট নিয়ে সুপ্রিম ধাক্কা, তৃণমূলের আর্জি খারিজ করে জারি গুচ্ছ নির্দেশ

ত্রিপুরা পুরভোট নিয়ে সুপ্রিম ধাক্কা, তৃণমূলের আর্জি খারিজ করে জারি গুচ্ছ নির্দেশ

নয়াদিল্লি:  ত্রিপুরা ইস্যুতে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল তৃণমূল৷ দলীয় কর্মীদের উপর আক্রমণ ও হিংসার অভিযোগে ত্রিপুরায় ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া পুরভোট পিছনোর আর্জি জানিয়েছিল এ রাজ্যের শাসক দল৷ কিন্তু মঙ্গলবার তৃণমূলের সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট৷  

আরও পড়ুন- ত্রিপুরায় আদর্শচ্যুত দল, কলঙ্কিত রাজ্য, বিস্ফোরক খোদ বিজেপি বিধায়ক

তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল, ত্রিপুরার আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি হচ্ছে। এই অবস্থায় ভোটের দিন পিছিয়ে দেওয়া হোক৷ সেই আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি বিক্রমনাথের দুই সদস্যের বেঞ্চ৷ তৃণমূলের আবেদন খারিজ করলেও ত্রিপুরায় সুষ্ঠ ভাবে ভোট পরিচালনা এবং ভোট গণনার জন্য নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে  পুলিশকে৷ নিরাপত্তার বিষয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করা হয়েছে৷ এদিন সুপ্রিম কোর্ট জানায়, ‘‘গণতন্ত্রে নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত হল চরম পদক্ষেপ৷ এমনটা হলে বিরূপ নজির সৃষ্টি করবে৷ তবে আবেদনকারীর আশঙ্কা দূর করার দায়িত্ব ত্রিপুরা সরকারের৷ যথাযথ ব্যবস্থা করতে হবে রাজ্যকে৷ সুষ্ঠ ভাবে পুরভোট পরিচালনার জন্য যথাযথ পদক্ষেপ করতে হবে৷’’  

সুপ্রিম কোর্টের নির্দেশ, ডিজিপি ও আইজিপি বুধবার রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসবেন। শান্তিপূর্ণ নির্বাচন করতে কী কী পদক্ষেপ করা হবে তা বৈঠকে ঠিক করা হবে৷ ভোটের দিন রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। একেবারে তৃণমূল স্তর থেকে পরিস্থিতি মূল্যায়ন করতে হবে। বেঞ্চ আরও জানায়, সিআইপিএফ-কে বিশেষ দায়িত্ব দেওয়া যেতে পারে।  তৃণমূল প্রার্থী এবং সমর্থকদের নির্দিষ্ট কোনও রাজনৈতিক গোষ্ঠী অন্যায়ভাবে লক্ষ্যবস্তু করেছে, এমন পরিস্থিতি যেন তৈরি না হয়৷ এর জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে হবে৷ 

উল্লেখ্য, সম্প্রতি ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস ও বিজেপির দ্বৈরথ চরমে পৌঁছেছে। বারবার তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর হামলা আর মারধরের অভিযোগ উঠেছে৷ বিজেপির পাল্টা অভিযোগ ত্রিপুরায় বহিরাগতরা অশান্তি তৈরি করছে। এমতাবস্থায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন রবিবার তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষকে গ্রেফতার করে ত্রিপুরা পুলিশ৷ এর পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৃণমূল৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =