শুরুতেই ‘হিংসা’, আগরতলায় রক্ত ঝরল দুই তৃণমূল এজেন্টের, স্পর্শকাতর গোটা রাজধানী

শুরুতেই ‘হিংসা’, আগরতলায় রক্ত ঝরল দুই তৃণমূল এজেন্টের, স্পর্শকাতর গোটা রাজধানী

dc5775dd10a693e060f4368c3dbdc809

আগরতলা: উত্তেজনার আবহে ভোট গ্রহণ শুরু ত্রিপুরায়৷ গত কয়েক দিন ধরেই লাগাতার হিংসার সাক্ষী থেকেছে আগরতলা৷ মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত৷ বৃহস্পতিবার মোট ২২২টি আসনে ভোট হচ্ছে৷ ভাগ্য পরীক্ষা হবে ৭৮৫ জন প্রার্থীর৷ সকাল ৭টা থেকেই শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণপর্ব৷ আর শুরুতেই হিংসা৷ রক্ত ঝরল ২ তৃণমূল এজেন্টের৷ অভিযোগের তীর বিজেপি’র দিকে৷ 

আরও পড়ুন- বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করবেন মোদী! আমন্ত্রণ মমতার

আগরতলায় পাঁচ নম্বর ওয়ার্ডে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্কুলের বুথে তৃণমূলের দু’জন পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে। দু’জনেরই রক্ত ঝরেছে। তৃণমূল এজেন্টদের দাবি, মক পোলিংয়ের সময় তাঁদের মারধর করেছে বিজেপি’র লোকজন৷ পুলিশের সামনেই গোটা ঘটনাটি ঘটেছে৷ অথচ পুলিশ ছিল নীরব দর্শক৷ এক মহিলা এজেন্টের ফোন কেড়ে নেওয়া হয়েছে বলেও দাবি তৃণমূল প্রার্থীর৷ প্রসঙ্গত, আগরতলায় প্রতিটি আসনেই লড়ছে তৃণমূল৷ প্রতিটি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি’ও৷ 

উল্লেখ্য, ৩৩৪টি ওয়ার্ডের মধ্যে আগেই ১১২টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে শাসক বিজেপি। ত্রিপুরায়  ২০টি পুর অঞ্চলের বাকি ২২২টি আসনে আজ ভোটগ্রহণ চলছে৷ ২২২টি আসনে ভাগ্য পরীক্ষা হচ্ছে ৭৮৫ জন প্রার্থীর। এর মধ্যে বিজেপি প্রার্থী ২২২, সিপিএমের ১৯৭, তৃণমূলের ১২০ এবং কংগ্রেসের ৯২ জন প্রার্থী রয়েছেন৷  

এদিকে ভোটের আগের রাতে আমবাসায় বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। আমবাসায় এক তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ৷ একই অভিযোগ উঠেছে আগরতলার পাঁচ নম্বর ওয়ার্ডেও। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *