নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেন ক্রিস গেইল৷ আন্তর্জাতিক ম্যাচে আর দেখা যাবে না ওয়েস্ট ইন্ডিজের এই তারকা ক্রিকেটারকে৷ শনিবার টি২০ বিশ্বকাপের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ ছিল তাঁর৷ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতেই দেখা গেল সাইডলাইনের বাইরে অপেক্ষা করছেন সতীর্থরা৷ তাঁদের সামনে দিয়েই ব্যাট উঁচিয়ে এগিয়ে যান গেল৷ যাওয়ার সময় তাঁদের সঙ্গে কিছুটা খুনসুটিও করেন তিনি৷
আরও পড়ুন- সামিকে সমর্থনের জের? বিরাটের ১০ মাসের কন্যাকে ধর্ষণের হুমকি!
টি-২০ বিশ্বকাপের আগেই গেল জানিয়েছিলেন, বিশ্বকাপে এটি তাঁর শেষ ম্যাচ। চলতি বিশ্বকাপে দারুণ ফর্মেও ছিলেন না গেল৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে ৯ বলে মাত্র ১৫ রান করেন তিনি। প্রাপ্তি বলতে দুটি বিশাল ছক্কা। তাঁকে প্যাভিলিয়নে ফেরান প্যাট কামিংস৷ আউট হওয়ার পরেই গ্যালারিতে থাকা দর্শকদের দিকে নিজের গ্লাভস ছুড়ে দেন গেল৷
ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-২০ ক্রিকেটে ৭৮টি ম্যাচ খেলেছেন গেল৷ তাঁর সংগ্রহ ১,৮৮৪ রান৷ রয়েছে দু’টি শতরান। সর্বোচ্চ রান ১১৭। টি-২০ তে ছক্কা মারার রেকর্ডও রয়েছে গেলের দখলে৷ টি-২০ ম্যাচে ১২২টি ছক্কা মেরেছেন তিনি৷ একদিনের ম্যাচ আর টি ২০ মিলিয়ে ৫৫১টি ছয় মেরেছেন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা ক্রিকেটার৷ আইপিএল-এও ছক্কা মারার রেকর্ড রয়েছে তাঁর৷ মোট ৩৫৭টি ছক্কা মেরেছেন তিনি৷