কলকাতা: দলবদল করতেই দলনেত্রীর বিরুদ্ধে যুদ্ধ আগেই ঘোষণা করেছিলেন অর্জুন৷ এবার সাংসদ হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মানসিক’ স্বাস্থ্য নিয়েই প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন নেতা অর্জুন সিং৷
শুধু প্রশ্ন তুলেই খান্ত থাকেননি অর্জুন৷ মুখ্যমন্ত্রীর ‘মানসিক’ স্বাস্থ্য ঠিক আছে কি না, তা পরীক্ষা করে দেখার জন্য সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের পর্যন্ত ভেবে ফেলেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং৷
মুখ্যমন্ত্রীর পদে বসে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের মন্তব্য করছেন, তাকে দুর্ভাগ্যজনক বলে মনে করছেন বিজেপি সাংসদ৷ শনিবার বারাসত আদালতে একটি মামলায় হাজিরা দিতে গিয়ে এমনই বেশ কিছু মন্তব্য করে বসেন তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো ব্যারাকপুরের সাংসদ৷
শুক্রবার কাঁচড়াপাড়ায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কড়া ভাষায় আক্রমণ করেছিলেন অর্জুন সিং ও মুকুল রায়কে৷ মুখ্যমন্ত্রীর আক্রমণ প্রসঙ্গে অর্জুন সিংয়ের কটাক্ষ, ‘‘আমি সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করে আবেদন করব, মুখ্যমন্ত্রীর সার্বিক স্বাস্থ্য পরীক্ষা করে দেখার জন্য৷ এই পদে বসার যোগ্যতা তাঁর আছে কি না, তাও দেখা হবে৷’’ খুব শীঘ্রই দিল্লি গিয়ে সুপ্রিম কোর্টে তিনি এই মামলা দায়ের করবেন বলেও জানিয়েছেন অর্জুন সিং৷