তৃণমূল-বিজেপি বিরোধী শক্তি গড়তে নয়া উদ্যোগ বাংলায়

কলকাতা:লোকসভা ভোটে ভরাডুবি থেকে শিক্ষা নিয়ে ফের জোটের পক্ষ্যে সওয়াল শুরু কংগ্রেসের৷ ২০২১ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বামেদের সঙ্গে একযোগে আন্দোলনে নেমে তৃণমূল-বিজেপি বিরোধী শক্তি প্রতিষ্ঠার প্রস্তুতি শুরু কংগ্রেস শিবিরের৷ দলের শক্তি বিস্তার থেকে শুরু করে ভাঙা দল নতুন করে গড়ার লক্ষ্যে বিধানভবনে প্রদেশ কংগ্রেসের কর্মসমিতির বৈঠক করেন রাজ্যের পর্যবেক্ষক গৌরব গগৈ৷ ছিলেন প্রদেশ সভাপতি

তৃণমূল-বিজেপি বিরোধী শক্তি গড়তে নয়া উদ্যোগ বাংলায়

কলকাতা:লোকসভা ভোটে ভরাডুবি থেকে শিক্ষা নিয়ে ফের জোটের পক্ষ্যে সওয়াল শুরু কংগ্রেসের৷ ২০২১ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বামেদের সঙ্গে একযোগে আন্দোলনে নেমে তৃণমূল-বিজেপি বিরোধী শক্তি প্রতিষ্ঠার প্রস্তুতি শুরু কংগ্রেস শিবিরের৷

দলের শক্তি বিস্তার থেকে শুরু করে ভাঙা দল নতুন করে গড়ার লক্ষ্যে বিধানভবনে প্রদেশ কংগ্রেসের কর্মসমিতির বৈঠক করেন রাজ্যের পর্যবেক্ষক গৌরব গগৈ৷ ছিলেন প্রদেশ সভাপতি সোমেন মিত্র৷ প্রদীপ ভট্টাচার্য থেকে দীপা দাশমুন্সি ও নেপাল মাহাত থেকে অমিতাভ ভট্টাচার্যরা উপস্থিত ছিলেন৷

সূত্রের খবর, ওই বৈঠকে রাজ্যে বিজেপির বাড়বাড়ন্ত পিছনে বামেদের সঙ্গে লোকসভায় জোট না হওয়াকেই মূল কারণ হিসাবে চিহ্নিত করা হয়৷ ফল, দল বাঁচাতে জোটের হয়েই সওয়াল করেন প্রদেশ নেতৃত্বের একাংশ৷ বৈঠকের পর বিবৃতিতে অবশ্য জোটের কথা উল্লেখ না করে তৃণমূল-বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে একযোগে আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়ার বার্তা দেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 13 =