NRS জট কাটাতে নির্ণায়ক ভূমিকা নেবেন কে? খুলছে সমাধানের পথ!

কলকাতা: মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি পরবর্তী একের পর এক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার৷ দফায় দফায় বৈঠক করে জট কাটানোর রাজ্যের উদ্যোগ ব্যর্থ হয়েছে৷ কিন্তু, তার পরও হাল ছাড়ানে নবান্ন৷ ঘুরিয়ে কড়া শান্তিরও বার্তাও পাঠানো হয়েছে৷ অবিলম্বে চিকিৎসকদের কাজে ফেরার আর্জিও জানিয়েছেন মুখ্যমন্ত্রীর৷ মুখ্যমন্ত্রীর অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার নিজেদের মধ্যে বৈঠক করে বরফ গলানোর ইঙ্গিত দিলেন

120e8dede4148404c575623beafc5c55

NRS জট কাটাতে নির্ণায়ক ভূমিকা নেবেন কে? খুলছে সমাধানের পথ!

কলকাতা: মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি পরবর্তী একের পর এক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার৷ দফায় দফায় বৈঠক করে জট কাটানোর রাজ্যের উদ্যোগ ব্যর্থ হয়েছে৷ কিন্তু, তার পরও হাল ছাড়ানে নবান্ন৷ ঘুরিয়ে কড়া শান্তিরও বার্তাও পাঠানো হয়েছে৷ অবিলম্বে চিকিৎসকদের কাজে ফেরার আর্জিও জানিয়েছেন মুখ্যমন্ত্রীর৷ মুখ্যমন্ত্রীর অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার নিজেদের মধ্যে বৈঠক করে বরফ গলানোর ইঙ্গিত দিলেন আন্দোলনকারী পড়ুয়ারা৷

জানা গিয়েছে, NRS জট কাটাতে পড়ুয়াদের একাংশ চাইছেন, তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন৷ তবে, নবান্ন নয়৷ বৈঠকের জন্য ইতিমধ্যেই বিকল্প স্থানের খোঁজ শুরু হয়েছে৷ পড়ুয়াদের অধিকাংশই চাইছেন, রাজ্যপালের মধ্যস্থতায় রাজভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে মেটানো হোক সমস্যা৷ মুখ্যমন্ত্রী যখন নিজের অবস্থান অড়ন হয়ে এনআরএসে যাবেন কি তা এখনও স্পষ্ট হয়নি, ঠিক তেমন আন্দোলনকারীরাও নবান্ন যে নারাজ৷ ফলে, পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে এনএরআস জট কাটাতে নির্ণায়ক ভূমিকা নিতে পারেন রাজ্যপাল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *