কাটছে NRS জট, গুরুত্বপূর্ণ পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

কলকাতা: অবশেষে NRS-কাণ্ডে বরফ গলার ইঙ্গি৷ টালবাহানার পর অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা৷ জানা গিয়েছে, সোমবার বিকেল ৩টেয় নবান্নেই হবে বৈঠক৷ আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি মেনে প্রতিটি মেডিক্যাল কলেজের প্রতিনিধিরা ওই বৈঠকে উপস্থিত থাকবেন৷ তবে, বৈঠক মিডিয়ার সামনে হবে না৷ বৈঠক শেষে হবে সাংবাদিক বৈঠক৷ রবিবার জেনারেল বডির বৈঠকের

bcbc38ac2d677413cc1e8788c6c409b8

কাটছে NRS জট, গুরুত্বপূর্ণ পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

কলকাতা: অবশেষে NRS-কাণ্ডে বরফ গলার ইঙ্গি৷ টালবাহানার পর অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা৷ জানা গিয়েছে, সোমবার বিকেল ৩টেয় নবান্নেই হবে বৈঠক৷ আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি মেনে প্রতিটি মেডিক্যাল কলেজের প্রতিনিধিরা ওই বৈঠকে উপস্থিত থাকবেন৷ তবে, বৈঠক মিডিয়ার সামনে হবে না৷ বৈঠক শেষে হবে সাংবাদিক বৈঠক৷

রবিবার জেনারেল বডির বৈঠকের পর আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর বলে দেওয়া ঠিকানায় আলোচনায় বসার সিদ্ধান্ত নেন৷ জেনারেল বডির বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে  এনআরএসের অন্দোলনরত পড়ুয়ারা জানান, তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চান৷ তবে বৈঠক করতে হবে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনেই৷ বৈঠকে প্রতিটি মেডিক্যাল কলেজের প্রতিনিধিত্ব রাখতে হবে বলেও জানানো হয়৷ মুখ্যমন্ত্রীর ঠিক করা স্থানেই বৈঠক করা হবে বলেও জানান তাঁরা৷ যদিও, এর আগে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা জানিয়েছিলেন, তাঁরা আলোচনা চান, কিন্তু, মুখ্যমন্ত্রীকে এনএরএসে আসতে হবে৷ মুখ্যমন্ত্রী মেডিক্যাল পড়ুয়াদের নবান্নে দু’বার ডেকে পাঠানোর পরও আন্দোলনকারীরা নিজের অবস্থানে অনড় ছিলেন৷ আর তার জেরেই ৫ দিন লাটে ওঠে বাংলার চিকিৎসা পরিষেবা৷ পরে, আজ নিজের অবস্থান থেকে সরে এসে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা জানান, তাঁরা মুখ্যমন্ত্রীর ঠিক করে দেওয়া স্থানেই বৈঠক করবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *