NRS-কাণ্ডে নয়া জটিলতা, রাজ্যের ঘাড়ে নয়া শর্ত চাপাল পড়ুয়ারা

কলকাতা: কথা ছিল, এনআরএস জট কটাতে আজ বিকেল তিনটেয় নবান্নে হতে পারে বৈঠক৷ সেই মতো শুরু হয়েছিল প্রস্তুতি৷ স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে প্রশাসনের কর্তাদেরও ডাক পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ পড়ুয়াদের দাবি মেনে সমস্ত মেডিক্যাল কলেজের প্রতিনিধিদেও ডাকা হয়েছিল জট কাটাতে৷ সবকিছু ঠিকঠিকই চলছিল৷ কিন্তু, নানান অছিলায় নবান্নে বৈঠক এড়াতে রাজ্যের ঘাড়ে নয়া শর্ত চাপাল আন্দোলনরত পড়ুয়ারা৷

NRS-কাণ্ডে নয়া জটিলতা, রাজ্যের ঘাড়ে নয়া শর্ত চাপাল পড়ুয়ারা

কলকাতা: কথা ছিল, এনআরএস জট কটাতে আজ বিকেল তিনটেয় নবান্নে হতে পারে বৈঠক৷ সেই মতো শুরু হয়েছিল প্রস্তুতি৷ স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে প্রশাসনের কর্তাদেরও ডাক পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ পড়ুয়াদের দাবি মেনে সমস্ত মেডিক্যাল কলেজের প্রতিনিধিদেও ডাকা হয়েছিল জট কাটাতে৷ সবকিছু ঠিকঠিকই চলছিল৷ কিন্তু, নানান অছিলায় নবান্নে বৈঠক এড়াতে রাজ্যের ঘাড়ে নয়া শর্ত চাপাল আন্দোলনরত পড়ুয়ারা৷

আজ, সকালে নবান্নের বৈঠক ঘিরে সরাসরি প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা৷ সরকারি ভাবে আমন্ত্রণ না পেলে তাঁরা বৈঠকে যাবেন না বলে সাফ জানিয়ে দেন৷ পরে, তাঁদের দাবি মেনে দেওয়া হয় আমন্ত্রণ পত্র৷ আমন্ত্রণ পাওয়ার পর নয়া শর্ত চাপান আন্দোলনকারীদের একাংশ৷ আজ দুপুরে পড়ুয়াদের তরফে জানিয়ে দেওয়া হয়, বৈঠক সরাসরি সম্প্রচার করতে হবে৷ ক্যামেরার সামনে বৈঠক না হলে তাঁরা বৈঠক বয়কট করতে পারেন৷ তবে, আগেই রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয়, সরকারি বৈঠকে কোনও ভাবেই সংবাদমাধ্যমকে অনুমতি দেওয়া হবে না৷ বৈঠক শেষে সাংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া যাবে৷ রাজ্যের তরফে এই সিদ্ধান্ত জানানো পর বৈঠকে বসেন পড়ুয়ারা৷ জানিয়ে দেওয়া হয়, ক্যামেরার সামনেই করতে হবে বৈঠক৷

এর আগে সোমবার সকালে বৈঠক করে পড়ুয়াদের তরফে জানানো হয়, সংবাদমাধ্যমে দেখানো হচ্ছে, আজ বিকেলে বৈঠক৷ কিন্তু, এখনও পর্যন্ত তাঁরা এই বৈঠক প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছুই জানেন না৷ দেওয়া হয়নি কোনও চিঠি৷ এদিন পড়ুয়াদের তরফে ফের, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় মিডিয়ার উস্থিতি দাবি করা হয়৷ পরে, স্বাস্থ্য-শিক্ষক আধিকারিক পড়ুয়াদের বৈঠকে অংশ নেওয়ার আর্জি জানিয়ে আমন্ত্র পাঠান৷ ২৮ জন প্রতিনিধিনির তালিকা চাওয়া হয়৷ পড়ুয়াদের নিয়ে যেতে বাসের ব্যবস্থা করা হয়৷ কিন্তু, তার পরই বেঁকে বসেন পড়ুয়ারা৷ বৈঠক সরাসরি সম্প্রচারের দাবি জানিয়ে নবান্নের বৈঠক বয়কটেরও পথে হাঁটার ইঙ্গিত দেন তাঁরা৷

রবিবার জেনারেল বডির বৈঠকের পর আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর বলে দেওয়া ঠিকানায় আলোচনায় বসার সিদ্ধান্ত নেন৷ জেনারেল বডির বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে  এনআরএসের অন্দোলনরত পড়ুয়ারা জানান, তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চান৷ তবে বৈঠক করতে হবে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনেই৷ বৈঠকে প্রতিটি মেডিক্যাল কলেজের প্রতিনিধিত্ব রাখতে হবে বলেও জানানো হয়৷ মুখ্যমন্ত্রীর ঠিক করা স্থানেই বৈঠক করা হবে বলেও জানান তাঁরা৷ যদিও, এর আগে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা জানিয়েছিলেন, তাঁরা আলোচনা চান, কিন্তু, মুখ্যমন্ত্রীকে এনএরএসে আসতে হবে৷ মুখ্যমন্ত্রী মেডিক্যাল পড়ুয়াদের নবান্নে দু’বার ডেকে পাঠানোর পরও আন্দোলনকারীরা নিজের অবস্থানে অনড় ছিলেন৷ আর তার জেরেই ৫ দিন লাটে ওঠে বাংলার চিকিৎসা পরিষেবা৷ পরে, নিজের অবস্থান থেকে সরে এসে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা জানান, তাঁরা মুখ্যমন্ত্রীর ঠিক করে দেওয়া স্থানেই বৈঠক করবেন৷

এরপরই নবান্নের তরফে তৎপরতা শুরু হয়৷ সোমবার বিকেল ৩টেয় নবান্নে বৈঠকের প্রস্তুতিও নেওয়া হয়৷ আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি মেনে প্রতিটি মেডিক্যাল কলেজের প্রতিনিধিরা ওই বৈঠকে উপস্থিতর থাকবে বলে নবান্নের তরফে জানানো হয়৷ তবে, বৈঠক মিডিয়ার সামনে হবে না বলেও নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়৷ সোমবার সাংবাদিক বৈঠক করে মিডিয়ার উপস্থিতিতে বৈঠকের উপর সওয়াল করে জানানো হয়, তাঁরা সরকারি ভাবে বৈঠকে অংশ নেওয়ার জন্য কোনও চিঠিই পাননি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =